Tuesday, August 12, 2025

মুম্বইতে গাড়ির ধাক্কায় মৃত্যু দুধ বিক্রেতার! গ্রেফতার ১৭ বছরের কিশোর 

Date:

Share post:

ফিরল পুণের (Pune) পোর্শেকাণ্ডের ভয়াবহ স্মৃতি! এবার মুম্বইতে (Mumbai) গাড়ির ধাক্কায়;(Accident) মৃত্যু হল এক দুধ বিক্রেতার। চার চাকা গাড়িটি ১৭ বছরের এক কিশোর চালাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যে অভিযুক্তের পাশাপাশি গাড়ির মালিক-সহ আরেক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম নবীন বৈষ্ণব (২৪)। পেশায় দুধ বিক্রেতা ছিলেন। মুম্বইয়ের গোরেগাওঁ এলাকায় প্রতিদিন ভোরবেলা নিজের মোটরবাইকে করে বাড়ি বাড়ি দুধ দিয়ে আসতেন তিনি। বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ সেই কাজে বেরিয়েছিলেন। তবে আচমকা উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া গতির স্করপিও গাড়ি তাঁর বাইকে ধাক্কা মারে বলে অভিযোগ। এরপরই বাইক থেকে ছিটকে পড়েন নবীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত নবীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও লাভের লাভ কিছুই হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, গাড়ির মালিকের নাম ইকবাল জিবানি (৪৮)। সিসি ক্যামেরার ফুটেজের সাহায্যে তাঁকে এবং তাঁর পুত্র ২১ বছরের মহম্মদ ফাজ ইকবার জিবানিকে গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তবে গাড়ির চালক ওই কিশোরটি মত্ত অবস্থায় ছিল কি না, আগের রাতে সে কোথায় ছিল সব খতিয়ে দেখছে পুলিশ ‌ পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে টাওয়ার লোকেশনও।  তবে স্থানীয় সূত্রে খবর, গাড়িটি রাস্তার ভুল দিক থেকে আসছিল। বাইকে ধাক্কা মারার পর গাড়িটি একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা খায়। তবে ঘাতক গাড়ি থেকে কিশোর দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেও লাভ হয়নি। পরে পুলিশ তাকে ধরে গ্রেফতার করে। তবে আচমকা যুবকের মৃত্যুতে শোকের ছায়া। দোষীর কড়া শাস্তির দাবিতে সরব পরিবার।

spot_img

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...