Saturday, November 22, 2025

মুম্বইতে গাড়ির ধাক্কায় মৃত্যু দুধ বিক্রেতার! গ্রেফতার ১৭ বছরের কিশোর 

Date:

Share post:

ফিরল পুণের (Pune) পোর্শেকাণ্ডের ভয়াবহ স্মৃতি! এবার মুম্বইতে (Mumbai) গাড়ির ধাক্কায়;(Accident) মৃত্যু হল এক দুধ বিক্রেতার। চার চাকা গাড়িটি ১৭ বছরের এক কিশোর চালাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যে অভিযুক্তের পাশাপাশি গাড়ির মালিক-সহ আরেক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম নবীন বৈষ্ণব (২৪)। পেশায় দুধ বিক্রেতা ছিলেন। মুম্বইয়ের গোরেগাওঁ এলাকায় প্রতিদিন ভোরবেলা নিজের মোটরবাইকে করে বাড়ি বাড়ি দুধ দিয়ে আসতেন তিনি। বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ সেই কাজে বেরিয়েছিলেন। তবে আচমকা উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া গতির স্করপিও গাড়ি তাঁর বাইকে ধাক্কা মারে বলে অভিযোগ। এরপরই বাইক থেকে ছিটকে পড়েন নবীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত নবীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও লাভের লাভ কিছুই হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, গাড়ির মালিকের নাম ইকবাল জিবানি (৪৮)। সিসি ক্যামেরার ফুটেজের সাহায্যে তাঁকে এবং তাঁর পুত্র ২১ বছরের মহম্মদ ফাজ ইকবার জিবানিকে গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তবে গাড়ির চালক ওই কিশোরটি মত্ত অবস্থায় ছিল কি না, আগের রাতে সে কোথায় ছিল সব খতিয়ে দেখছে পুলিশ ‌ পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে টাওয়ার লোকেশনও।  তবে স্থানীয় সূত্রে খবর, গাড়িটি রাস্তার ভুল দিক থেকে আসছিল। বাইকে ধাক্কা মারার পর গাড়িটি একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা খায়। তবে ঘাতক গাড়ি থেকে কিশোর দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেও লাভ হয়নি। পরে পুলিশ তাকে ধরে গ্রেফতার করে। তবে আচমকা যুবকের মৃত্যুতে শোকের ছায়া। দোষীর কড়া শাস্তির দাবিতে সরব পরিবার।

spot_img

Related articles

দাবি আদায়ে অপহরণ ২০০ স্কুলপড়ুয়াকে! নাইজেরিয়ায় এক সপ্তাহে দুবার হামলা

প্রশাসনের বিরুদ্ধে নিজেদের দাবি আদায় অপহরণের পথ বেছে নিয়েছে নাইজেরিয়ার জেহাদি গোষ্ঠীগুলি। উত্তর নাইজেরিয়ায় (Nigeria) বারবার অপহরণের (abduction)...

বিশ্বকাপের আগেই ফিফার মেগা টুর্নামেন্ট, সুযোগ পাবে ভারত?

আগামী বছর উত্তর আমেরিকার তিন দেশে হবে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। আগামী বছর ফিফা বিশ্বকাপ(FIFA World Cup) হবে ৪৮...

চক্রব্যূহে ফাঁসলে বেরোনো খুব কঠিন: নীরবতা ভেঙে কাকে নিশানা ধনকড়ের!

“ঈশ্বর করুন, যেন কেউ চক্রব্যূহে না পড়ে। চক্রব্যূহে কেউ ফাঁসলে বেরোনো খুব কঠিন“- উপরাষ্ট্রপতি পদে ইস্তাফা দেওয়ার দীর্ঘদিন...

আফটার শক বাংলাদেশে: শনিবার ফের কেঁপে উঠল বাইপাইল

শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। ভূমিকম্পের (earthquake) জেরে আফটার শকের...