নবান্ন অভিযান-বাংলা বনধে বিরাট ব্যবসায়িক ক্ষতি কলকাতায়

মাত্র ২ দিনে ২০০০ কোটি টাকা ক্ষতি। নবান্ন অভিযান (Nabanna Avijan) ও বাংলা বনধে ২০০০ কোটি টাকার ব্যবসা ক্ষতি শহরের। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

গত, মঙ্গলবার আর জি কর ইস্যুতে নবান্ন অভিযানের (Nabanna Avijan) ডাক দিয়েছিল “পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ” নামক বিজেপির মদতপুষ্ট একটি ভুঁইফোড় অজানা সংগঠন। যেখানে বিচারের নামে ব্যাপক নৈরাজ্য ও অশান্তি চালানো হয়। অন্যদিকে, ঠিক তার পরদিন বুধবার ছিল বিজেপির ডাকে ১২ ঘণ্টা বাংলা বনধ। এই দুদিনই কলকাতা প্রচুর ক্ষতির অংক গুনেছে।

বাংলার বার্ষিক গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট বা GSDP ১৭.১ লাখ কোটি, যা দৈনিক ফিগারে বদলালে দাঁড়ায় ৫০০০ কোটির কিছু কম। এর মধ্যে ৪০ শতাংশ ব্যবসা হয় কলকাতাতেই। টাকার অঙ্কে যার পরিমাণ ২০০০ কোটি টাকা। এখন বিজেপির নবান্ন অভিযান ও বাংলা বনধে দোকান-পাট সব বন্ধ থাকায়, লাটে ওঠে ব্যবসা। ফলে ক্ষতির মুখোমুখি হতে হয়।

আরও পড়ুন: আত্মহত্যা কেন বলেছিলেন? সিবিআই জেরায় অ্যাসিস্ট্যান্ট সুপারের চাঞ্চল্যকর বয়ান!

 

Previous articleপ্যারিস প্যারালিম্পিক্সে পদক জয়ী দুই শুটারকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, কী লিখলেন তিনি ?
Next articleদলবদল চম্পাইয়ের, ‘অজুহাত’ দিয়ে বিজেপিতেই যোগ