শুক্রবার ২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সে একাধিক পদক ভারতের ঝুলিতে। এমনকি প্যারালিম্পিক্সে নজির গড়ল ভারত। এদিন প্যারালিম্পিক্সের ট্র্যাক ও ফিল্ড ইভেন্টে প্রথম বার পদক জয় ভারতের। ভারতকে ব্রোঞ্জ পদক এনে দিলেন প্রীতি পাল। এই সাফল্যের পরই প্রীতিকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

এদিন মহিলাদের ১০০ মিটার দৌড়ের টি-৩৫ বিভাগে ব্রোঞ্জ জেতেন প্রীতি। ১৪.২১ সেকেন্ড সময় করে পদক জয় করেন তিনি। এই ইভেন্টে সোনা জয় করেছেন চিনের জিয়া ঝৌ । তিনি সময় নিয়েছেন ১৩.৫৮। এবং রুপোর পদক জিতেছেন চিনেরই কিয়ানকিয়ান গুয়োর । তিনি সময় নিয়েছেন ১৩.৭৪।

প্রীতির এই সাফল্যের পরই শুভেচ্ছায় ভাসতে থাকেন তিনি। প্রীতিকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ প্রীতিকে শুভেচ্ছা। মহিলাদের ১০০ মিটার দৌড়ের টি-৩৫ বিভাগে ব্রোঞ্জ পদক জয় করেছেন তিনি। এই সাফল্য উদীয়মান ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে। ”

More glory for India as Preeti Pal wins a Bronze medal in the 100m T35 event at the #Paralympics2024.
Congratulations to her. This success will certainly motivate budding athletes. #Cheer4Bharat
— Narendra Modi (@narendramodi) August 30, 2024

