Tuesday, August 26, 2025

তিলোত্তমার ন্যায়বিচারের গানটি যথাযথ,কিন্তু… অরিজিতের প্রশংসা করেও সমালোচনা কুণালের

Date:

আর জি কর (RG Kar Medical College and Hospital)কাণ্ডে ন্যায় বিচার চাইছেন সকলেই। কেউ পথে নামছেন কেউ স্যোশাল মিডিয়ায় ‘বিপ্লবী’ হয়ে উঠেছেন। শিল্পীরা তাঁদের শিল্পের মাধ্যমে প্রতিবাদের ভাষা খুঁজছেন। বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল অরিজিতের নীরবতা নিয়ে, ছড়িয়ে ছিল ফেক নিউজ আর পুরোনো ভিডিও। এবার স্বরচিত গানে বিচার চাইলেন অরিজিৎ সিং (Arijit Singh)। ‘আর কবে?’ শীর্ষক এই গানে রয়েছে তিলোত্তমার বলিদান বিফলে না যাওয়ার প্রার্থনা। সোশাল মিডিয়ায় অরিজিতের সেই ভাইরাল গান প্রসঙ্গেই এবার এক্স প্রোফাইলে ট্যুইট করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। গানের প্রশংসা করেও তাঁর প্রশ্ন ‘বদলাপুর নিয়ে গান নেই, বিবেক জাগে বাংলায়’!

ভাইরাল ভিডিওতে গান গাওয়ার আগে অরিজিৎ বেশ কিছু কথাবার্তা বলেছেন। তিনি জানান, সাধারণ মানুষের মতো রাস্তায় নেমে প্রতিবাদ করা তাঁর পক্ষে সম্ভব নয়। কারণ তিনি হাঁটলে সেলফি তোলার ভিড় হবে বেশি। কিন্তু নিজের গানেই চিকিৎসক তরুণীর সঙ্গে ঘটা নারকীয় ঘটনার প্রতিকার চেয়ে সোচ্চার হয়েছেন শিল্পী। এবার সেই গানের কথা ধরেই গায়কের সমালোচনা করলেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ। কুণাল এক্স হ্যান্ডেলে লেখেন, ‘অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভাল। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দিজগত, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?’ সাম্প্রতিককালে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে গোটা দেশে অথচ সেখানে সেলেবদের ‘বিবেক’ জাগ্রত হয়নি। মণিপুর থেকে হাথরাস, উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র প্রত্যেকদিন একেরপর এক ধর্ষণ হচ্ছে অথচ তা নিয়ে অরিজিৎ বা অন্য গায়কদের কণ্ঠে স্লোগান বা গান কিছুই নেই। ঠিক এই জায়গাতেই প্রশ্ন তাহলে কি শুধুই বাংলার বেলায় প্রতিবাদের স্বর জোরালো হয়? যেহেতু বলিউড কর্মক্ষেত্র তাই কি বদলাপুর নিয়ে একটাও কথা খরচ করলেন না জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক?

বেলা ১২টা নাগাদ এই পোস্ট করার ঠিক ঘণ্টা চারেক পর ফের এই সংক্রান্ত একটি পোস্ট করেন কুণাল। যেখানে তিনি লেখেন,’ I repeat অরিজিৎ ভাল গায়ক। ভাল ছেলে। তিলোত্তমার বিচার চেয়ে ‘আর কবে’ গানটাও দারুণ। সমর্থন করি। কিন্তু সাক্ষী মালিক ইস্যু থেকে সেদিনের বদলাপুর, তার বিচার চেয়ে হিন্দিতে ‘অউর কব’ গাইলেন না কেন? বিবেক শুধু বাংলায়? মুম্বাই কর্মজগৎ, হিন্দির বাজার, কেরিয়ার, তাই ওসব ঘটনায় চুপ?’ যদিও এখনও পর্যন্ত গায়কের তরফ থেকে এই প্রশ্নের উত্তর মেলেনি।


Related articles

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...
Exit mobile version