কেদারনাথে মাঝ আকাশ থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার! বিপাকে পুন্যার্থীরা

আচমকাই মাঝ আকাশ থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার (Helicopter)! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে কেদারনাথে (Kedarnath)। তবে হেলিকপ্টারটি বিকল ছিল বলে সূত্রের খবর। শনিবার সকালে কেদারনাথ ধামে অবতরণের সময় যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়ে পড়ে হেলিকপ্টারটি। পরে সেই বিকল হেলিকপ্টারকেই এয়ারলিফট (Airlift) করে ফিরিয়ে আনছিল বায়ুসেনার এমআই-১৭ চপার। কিন্তু আচমকাই ঘটে যায় অঘটন! মাঝ আকাশ থেকে ছিঁড়ে পড়ে হেলিকপ্টারটি। মূলত কেদারনাথ ধামে অনেক পুন্যার্থীরাই হেলিকপ্টারে চেপে মহাদেব দর্শনে যান। এদিন ওই কপ্টারটিও পরিষেবা দিচ্ছিল। কিন্তু আচমকা তা বিগড়ে যেতেই বাধে গণ্ডগোল।

বায়ুসেনার চপারের চেন ছিঁড়ে মাটিতে পড়ে বিকল হেলিকপ্টারটি। সূত্রের খবর, কেদারনাথ ও গৌচরের মাঝে ভীমবালির কাছে মন্দাকিনী নদীর ধারে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। মন্দাকিনীর ধারে বড় বড় পাথরের উপর আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে যায় ওই হেলিকপ্টার।

উত্তরাখণ্ডে খারাপ আবহাওয়ার কারণে অগাস্ট মাসের বেশিরভাগ সময়ই পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা বন্ধ রাখা হয়েছিল। সেক্ষেত্রে পুন্যার্থীদের একটি বড় অংশ চলতি মাসে কেদারনাথ ধামে পৌঁছনোর জন্য হেলিকপ্টার ব্যবহার করতে শুরু করেন। তবে শনিবার মাঝ আকাশ থেকে বিকল হয়ে যাওয়া হেলিকপ্টার ছিঁড়ে পড়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।


Previous articleR G Kar: চলবে আন্দোলন! আজ থেকেই টেলিমেডিসিন পরিষেবা শুরু জুনিয়র ডাক্তারদের
Next articleবাড়বে তাপমাত্রা! আজও কলকাতা-সহ রাজ্যের একাধিক প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস