Thursday, August 21, 2025

দুর্ঘটনায় জখম যুবককে কাঁধে নিয়েই হাসপাতালে সিভিক ভলান্টিয়ার, বাঁচল প্রাণ

Date:

কোনও একটি ঘটনার জন্য যদি কোনও এক পেশার কেউ যুক্ত থাকে, তাহলে সেই পেশার সঙ্গে যুক্ত বাকিদের কাঠগড়ায় তোলা যায় না। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা কখনও কখনও হয়ে থাকে। তখন সেই পেশার সঙ্গে যুক্তদের সমাজের প্রতি ইতিবাচক দিকটি আমরা ভুলে যাই। এই যেমন আর জি কর কাণ্ডে যখন কাঠগড়ায় সিভিক ভলান্টিয়াররা (Civic Volenteer), ঠিক সেই সময়েই এক সিভিক ভলান্টিয়ারের মানবিক মুখ দেখল শহর। তাঁরই তৎপরতায় প্রাণ রক্ষা পেল এক দুর্ঘটনাগ্রস্থ বাইক আরোহীর।

জানা গিয়েছে, গতকাল শুক্রবার, রাত ১১টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়েন এক বাইক চালক। নাম ফারহান আলম। বাড়ি মিত্র লেনের এলাকায়। পিছনে এক আরোহীকে নিয়ে বাইক চালাচ্ছিলেন তিনি। জোড়াসাঁকো থানা এলাকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিছনের গেট সংলগ্ন এলাকাতে বাইকটি আসতেই ঘটে বিপত্তি। টানা বৃষ্টির জেরে গত কয়েক দিন ধরেই রাস্তা ছিল ভেজা। যার জেরে হঠাৎ করেই পিছলে যায় বাইকের চাকা। ঘটনায় মারাত্মক ভাবে আহত হন বাইক চালক। তাঁর মাথায় গুরুতর চোট লাগে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার (Civic Volenteer) আলি নওয়াজ। ততক্ষণে রক্তে ভাসছিলেন ফারহান। গাড়ি আসতে আরও বেশ কিছুটা সময় লাগতে পারে বুঝতে পেরেই তড়িঘড়ি আহত যুবককে কাঁধে করে নিয়েই মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দেন আলি। প্রায় ৫০০ মিটার রাস্তা আহতকে কাঁধে করেই বহন করেন তিনি। হাসপাতালে গেলে দ্রুত তাঁর চিকিৎসা শুরু হয়। আলি নওয়াজের দ্রুত সময়োপযোগী সিদ্ধান্তের প্রশংসা করেন চিকিৎসকেরাও।

আরও পড়ুন: মাত্র একজন ডাক্তার, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে হৃদরোগী!

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version