Thursday, August 21, 2025

দামি গাড়ি থাকলে মানুষকে পিষে মেরে ফেলা যায়। প্রভাবশালী হলে তাতে কোনও শাস্তি হয় না। বারবার এমন ঘটনার সাক্ষী থাকছে মহারাষ্ট্র। এবার আরও একধাপ এগিয়ে দামি গাড়িতে ছোঁয়া লাগলে কীভাবে মানুষের প্রাণ নিতে হয়, তারও উদাহরণ রাখল বিজেপি শাসিত মহারাষ্ট্র। অডি গাড়ির ভুলে পিছনের গাড়ির সামান্য ধাক্কা লাগায় পিছনের গাড়ির চালককে তুলে আছাড় মারলেন মুম্বইকার।

ঋষভ চক্রবর্তী ও তাঁর স্ত্রী অন্তরা ঘোষ নিজেদের অডিতে চড়ে যাচ্ছিলেন ঘাটকোপার এলাকা দিয়ে। তাঁদের গাড়ির পেছনে অ্যাপ ক্যাব চালাচ্ছিলেন কেয়ামুদ্দিন আনসারি। একজন যাত্রীকে নিয়ে ওই ট্যাক্সি রওনা দিয়েছিল নভি মুম্বইয়ের উলওয়ের দিকে। অডি ও অ্যাপ ক্যাবের গতি ছিল ধীর। অসলফা মেট্রো স্টেশনের কাছে একটি মলের উল্টোদিকে হঠাৎ করে অডি দাঁড়িয়ে পড়লে তার পেছনে ধাক্কা লাগে আনসারির অ্যাপ ক্যাবটির। তবে তাতে তেমন কোনও ক্ষতিই হয়নি অডি’র।

অভিযোগ, তারপরেই গাড়ি থেকে নেমে ক্যাব চালককে গালাগালি দেন এক মহিলা। একটু পরেই গাড়ি থেকে নেমে আসেন ওই মহিলার স্বামী। ঘুষি-মারধর করার পরে আনসারিকে তিনি সোজা আছাড় মারেন রাস্তাতেই। মাথায় গুরুতর আঘাত পেয়ে বেশ কিছুক্ষণ রাস্তাতেই পড়ে ছিলেন চালক। তারপর তাঁকে স্থানীয়দের উদ্যোগে নিয়ে যাওয়া হয় রাজাওয়াদি হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় জেজে হাসপাতালে। গোটা ঘটনা সিসিটিভি-তে ধরা পড়ে।

এরপরে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন ক্যাব চালক। ঘটনার তদন্তে নেমে পুলিশ দুই পক্ষেরই বয়ান নথিভুক্ত করেছে। অভিযুক্তদের নাম ঋষভ চক্রবর্তী ও অন্তরা ঘোষ। ঋষভ পেশায় সাংবাদিক। গোটা ঘটনায় সরব হয়েছেন নেটিজেনরা। সমালোচনায় বলা হয়েছে কিছু মানুষ ক্ষমতা পেয়ে কীভাবে তার অপব্যবহার করেন, তার উদাহরণ এই ঘটনা।

Related articles

অযোগ্যকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না, চাইলে রাজ্য পরীক্ষা পিছোতে পারে: SSC-কে বলল সুপ্রিম কোর্ট

আপনারা কি নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন? এটা লজ্জাজনক। ট্রুলি শকিং। আমরা আগেই বলেছি, কোনও ভাবেই...

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...
Exit mobile version