Saturday, November 8, 2025

‘মিশন ইন্ডিয়া’-র প্ল্যান বানচাল হতেই ‘অগ্নিশর্মা’! আত্মজীবনীতে ট্রাম্পের ‘কীর্তি’ ফাঁস ম্যাকমাস্টারের

Date:

‘ইন্ডিয়া মিশন’ (Mission India) সফল করতে চূড়ান্ত ব্যর্থ! রাতারাতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে তাঁকে সরিয়ে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। চিনের বাড়বাড়ন্ত রুখতে ভারতের হাত ধরে একটা প্ল্যান তৈরি করেছিল ট্রাম্প প্রশাসন। প্ল্যানের নাম দেওয়া হয় জিরো জিরো জিরো নাইন। সেই প্ল্যানের মোদ্দা কথা চিনের বিরুদ্ধে ভারতকে প্রক্সি হিসাবে ব্যবহার করবে আমেরিকা। আর সেই দায়িত্ব পেয়েও ভারতের সিদ্ধান্ত বদল করতে না পারায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। সম্প্রতি আমেরিকায় প্রকাশিত হয়েছে প্রাক্তন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টারের (H R Mcmaster) আত্মজীবনী। সেখানেই ট্রাম্পের ষড়যন্ত্রের কথা তুলে ধরেছেন তিনি।

ম্যাকমাস্টার তাঁর আত্মজীবনী, অ্যাট দ্যা ওয়ার উইথ আওয়ারসেলফ’-এ লিখেছেন, ২০১৮-র মার্চ মাসে তিনি নিউইয়র্কের এক রেস্তোঁরায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে বসেন। মূলত ট্রাম্পের মস্তিষ্কপ্রসূত প্ল্যান জিরো জিরো জিরো নাইন দোভালকে বোঝাতেই ম্যাকমাস্টার শতচেষ্টা করলেও লাভ হয়নি। আর তার পরদিন অফিস যাওয়ার পর তিনি জানতে পারেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে তাঁর নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, ম্যাকমাস্টারের উপর দায়িত্ব ছিল ভারতকে বুঝিয়ে এ বিষয়ে রাজি করানোর। তবে অজিত দোভাল, বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বললেও ভারতের অবস্থানের কোনও বদল হয়নি। ম্যাকমাস্টারের কথায়, আমরা ভারতকে বোঝাতে চেয়েছিলাম, চিনের কথা ভেবে ভারত-আমেরিকার একসঙ্গে আসাটা জরুরি।

তবে ভারত যে ট্রাম্পের মিশনে এভাবে জল ঢেলে দেবে তা কেউই কল্পনা করতে পারেননি। দিল্লির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে চাইলেও চিনের জন্য কোনওরকম সমঝোতা করা অসম্ভব। যদিও ট্রাম্প জমানার পরও ভারতের নীতির কিন্তু কোনও পরিবর্তন হয়নি। ভারত আমেরিকার আপত্তিতে পাত্তা না দিয়েই একাধিক পদক্ষেপ নিয়েছে।


Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version