Monday, November 10, 2025

দিল্লি ঢুকতে দিন কৃষকদের: আন্দোলন মঞ্চে পৌঁছে দাবি বিনেশের

Date:

দিল্লির বাইরে ২০০ দিন ধরে অপেক্ষারত কৃষকদের পাশে এবার অলিম্পিয়ান কুস্তিগির বিনেশ ফোগাট। কেন্দ্র সরকারের বঞ্চনার শিকার কুস্তিগির বিনেশ নিজেও কৃষক পরিবারের কন্যা। সেই সঙ্গে ভারতীয় কুস্তি ফেডারেশনের উৎপীড়নের শিকার বিনেশ তাই কৃষক আন্দোলন মঞ্চ থেকে দিলেন পাশে থাকার বার্তা। সেই সঙ্গে দাবি জানালেন, যেন দিল্লির সরকার দেশের কৃষকদের কথা শোনে।

দিল্লি-পঞ্জাব সীমান্তের শম্ভু সীমান্তে ২০০ দিন ধরে অপেক্ষা করছেন দেশের কৃষকরা। কেন্দ্রের মোদি সরকার তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা কেন্দ্রীয় বাজেটে প্রতিফলিত হয়নি। কার্যত কৃষকস্বার্থে কোনও দাবি মানার পথেই যাননি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মোদি সরকার ভুল স্বীকার করেও সংশোধনের পথে হাঁটেনি। শম্ভু সীমান্তে আন্দোলন মঞ্চে এসে বিনেশও সেই দাবিই জানান। তিনি বলেন, “বিশ্বমঞ্চে আমরা দেশের প্রতিনিধিত্ব করি। কিন্তু যখন আমাদের পরিবার দুঃখে থাকে তখন আমরা কোনও প্রতিকার করতে পারি না। আমি সরকারের কাছে অনুরোধ করব ওনাদের কথা শুনুন। সরকার নিজেদের ভুল আগেরবারই স্বীকার করে নিয়েছিল, এবার সরকার নিজেদের প্রতিশ্রুতি পূরণ করুক। দেশের মানুষ যদি রাস্তায় বসে থাকে তবে দেশ কখনই এগোতে পারে না।”

মঞ্চে সরকারের উদ্দেশে বিনেশ দাবি জানান কৃষকদের কথা শুনতে তাঁদের দিল্লিতে ঢুকতে দিতে হবে। তিনি বলেন, “দেশের নাগরিক হিসাবে আমাদেরও আন্দোলনের অধিকার রয়েছে। সেই আন্দোলনকে রাজনৈতিকভাবে প্রভাবিত দাবি করা অনুচিত। আমি কৃষক পরিবারে জন্মেছি, তাই জানি আমার মা কীভাবে আমায় বড় করেছেন। সরকারকে অনুরোধ জানাচ্ছি কৃষকদের কথা শুনুন ও এই সমস্যার দ্রুত সমাধান করুন।” সেই সঙ্গে কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে তিনি বলেন, “আমি কৃষকদের পাশে রয়েছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন কৃষকদের তিনি আরও শক্তিশালী করেন।”

শম্ভু সীমান্তে খানউরিতে টানা ২০০ দিন ধরে দিল্লি ঢোকার অপেক্ষা করছেন কৃষকরা। সেই উপলক্ষ্যে এমএসপি-র নিশ্চয়তা সহ আর কোন কোন দাবিতে জোরালো আন্দোলন তাঁরা শুরু করবেন, শনিবার তার রূপরেখাও তৈরি হবে। সেই সঙ্গে আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনেও যে এর প্রভাব পড়তে চলেছে, তারও দাবি জানান তাঁরা।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version