বাড়বে তাপমাত্রা! আজও কলকাতা-সহ রাজ্যের একাধিক প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

শনিবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। এদিন হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদে শনিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি হাল্কা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও (kolkata)।

তবে হাওয়া অফিসের তরফে এদিন সাফ জানানো হয়েছে, রাজ্যে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেকারণে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আপাতত রবিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে বলে জানাচ্ছেন আবহবিদেরা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।


তবে শুধু দক্ষিণ নয়, উত্তরবঙ্গের বেশকয়েকটি জেলাতেও বৃষ্টি হতে পারে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।