Friday, November 7, 2025

মাত্র একজন ডাক্তার, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে হৃদরোগী!

Date:

কর্মবিরতির সিদ্ধান্তে এখনও অনড় সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। ফলে চিকিৎসা পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে। গরিব মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত। রাজ্যের সবচেয়ে বড় হাসাপাতাল এসএসকেএমের (SSKM Hospital) চিত্রটাও একইরকম। উদাহরণ হিসেবে বলা যায়, কার্ডিওলজি ওপিডিতে লম্বা লাইন। রোগীকে নিয়ে লাইনে দাঁড়িয়েই ক্ষোভ উগরে দিচ্ছিলেন রোগী ও তাঁদের পরিজনরা। তাঁদের প্রায় সকলের অভিযোগ, এতবড় হাসপাতালে কার্ডিওলজি ওপিডিতে মাত্র একজন ডাক্তারবাবু রয়েছেন।

জামাইবাবুকে নিয়ে পাঁশকুড়া থেকে সাতসকালে এসএসকেএমে (SSKM Hospital) হাজির হয়েছিলেন শেখ এক ব্যক্তি। ওই ব্যক্তির কথায়, এর আগে আগস্টের ৮ তারিখ তাঁরা এসেছিলেন। তখন হাসপাতাল থেকে বলা হয়েছিল ৩০ তারিখ আসতে। সেদিন দেখে তবে ভর্তি নেবে। তাই এবার হাসপাতালে এসেই প্রথমেই কার্ডিওলজি জরুরি বিভাগে যান তাঁরা। সেখান থেকে টিকিটও করতে বলা হয়। কিন্তু ৫ ঘণ্টা অপেক্ষার পর ডাক্তার দেখানোর সুযোগ পান।

আরেক ভদ্রমহিলার কথায়, তাঁর স্বামী ডেন্টাল হাসপাতালের কর্মী। শুধু লাইনেই দাঁড়িয়ে আছেন দু’ঘণ্টার বেশি। হুগলির হরিপাল থেকে ১২ বছরের ছেলেকে নিয়ে এসেছিলেন এক মহিলা। তিনি বললেন, প্রায় আড়াই ঘণ্টা একই জায়গায় দাঁড়িয়ে আছেন। লাইন একচুলও এগোয়নি।

মুর্শিদাবাদ থেকে রাত দু’টোয় বাবাকে নিয়ে কলকাতায় এসেছিলেন এক ব্যক্তি। এসএসকেএমের জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে বলছিলেন, সেই রাতে প্রথমে এখানেই এসেছিলেন। বলা হয়েছিল ওপিডিতে দেখাতে। তাঁর বাবা তো কথাই বলছে না তখন। তারপর এনআরএসে নিয়ে যান তিনি। সেখানে আবার বলা হল, বেড নেই। একটা বেসরকারি হাসপাতালেও গিয়েছিলেন। কিন্তু দিনে ১৫ হাজার টাকা লাগবে। তাই আবার ফিরে এসএসকেএমে। এখানেও বেড নেই। ক্ষোভ উগরে দিলেন ওই ব্যক্তি।

আরও পড়ুন:গজিয়ে উঠছে ভুঁইফোঁড় সংগঠন, আন্দোলনের নামে টাকা তুলছে অসাধু চক্র!

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version