Saturday, November 8, 2025

মাত্র একজন ডাক্তার, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে হৃদরোগী!

Date:

কর্মবিরতির সিদ্ধান্তে এখনও অনড় সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। ফলে চিকিৎসা পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে। গরিব মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত। রাজ্যের সবচেয়ে বড় হাসাপাতাল এসএসকেএমের (SSKM Hospital) চিত্রটাও একইরকম। উদাহরণ হিসেবে বলা যায়, কার্ডিওলজি ওপিডিতে লম্বা লাইন। রোগীকে নিয়ে লাইনে দাঁড়িয়েই ক্ষোভ উগরে দিচ্ছিলেন রোগী ও তাঁদের পরিজনরা। তাঁদের প্রায় সকলের অভিযোগ, এতবড় হাসপাতালে কার্ডিওলজি ওপিডিতে মাত্র একজন ডাক্তারবাবু রয়েছেন।

জামাইবাবুকে নিয়ে পাঁশকুড়া থেকে সাতসকালে এসএসকেএমে (SSKM Hospital) হাজির হয়েছিলেন শেখ এক ব্যক্তি। ওই ব্যক্তির কথায়, এর আগে আগস্টের ৮ তারিখ তাঁরা এসেছিলেন। তখন হাসপাতাল থেকে বলা হয়েছিল ৩০ তারিখ আসতে। সেদিন দেখে তবে ভর্তি নেবে। তাই এবার হাসপাতালে এসেই প্রথমেই কার্ডিওলজি জরুরি বিভাগে যান তাঁরা। সেখান থেকে টিকিটও করতে বলা হয়। কিন্তু ৫ ঘণ্টা অপেক্ষার পর ডাক্তার দেখানোর সুযোগ পান।

আরেক ভদ্রমহিলার কথায়, তাঁর স্বামী ডেন্টাল হাসপাতালের কর্মী। শুধু লাইনেই দাঁড়িয়ে আছেন দু’ঘণ্টার বেশি। হুগলির হরিপাল থেকে ১২ বছরের ছেলেকে নিয়ে এসেছিলেন এক মহিলা। তিনি বললেন, প্রায় আড়াই ঘণ্টা একই জায়গায় দাঁড়িয়ে আছেন। লাইন একচুলও এগোয়নি।

মুর্শিদাবাদ থেকে রাত দু’টোয় বাবাকে নিয়ে কলকাতায় এসেছিলেন এক ব্যক্তি। এসএসকেএমের জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে বলছিলেন, সেই রাতে প্রথমে এখানেই এসেছিলেন। বলা হয়েছিল ওপিডিতে দেখাতে। তাঁর বাবা তো কথাই বলছে না তখন। তারপর এনআরএসে নিয়ে যান তিনি। সেখানে আবার বলা হল, বেড নেই। একটা বেসরকারি হাসপাতালেও গিয়েছিলেন। কিন্তু দিনে ১৫ হাজার টাকা লাগবে। তাই আবার ফিরে এসএসকেএমে। এখানেও বেড নেই। ক্ষোভ উগরে দিলেন ওই ব্যক্তি।

আরও পড়ুন:গজিয়ে উঠছে ভুঁইফোঁড় সংগঠন, আন্দোলনের নামে টাকা তুলছে অসাধু চক্র!

 

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...
Exit mobile version