Sunday, November 9, 2025

বন্দে ভারতে বিজেপির দাদাগিরি! ধাক্কা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে

Date:

শনিবারই দূর থেকে পতাকা নেড়ে মিরাট-লক্ষ্ণৌ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। ভিড় বাড়াতে সেই ট্রেনে যে বিজেপি কর্মীদের তুলেছিলেন যোগী আদিত্যনাথ, সেই কর্মীরাই নক্কারজনক আচরণের নজির রাখলেন সদ্য চাকা গড়ানো বন্দে ভারতে। মহিলা সোশ্য়াল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে ধাক্কা মেরে মোদির নাম উজ্জ্বল করলেন তাঁরা। রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রতিটি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনেই দেখা যায় বিজেপির ঝাঁকে ঝাঁকে নেতা কর্মী ট্রেনে ভিড় করে আসেন উদ্বোধনের দিন। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরও দেখা যায়। শনিবারের মিরাট-লক্ষ্ণৌ বন্দে ভারতের উদ্বোধনে সেভাবেই আমন্ত্রণ জানানো হয়েছিল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের। অন্যদিকে একটি বগি জুড়ে ছিলেন বিজেপি নেতা কর্মীরা।

আক্রান্ত মহিলা জানান, বিজেপি কর্মীরা যে বগিতে ছিলেন সেখান দিয়ে যেতে গেলে তাঁকে প্রথমে বাধা দেওয়া হয়। কৈফিয়ৎ দিয়ে সেখান দিয়ে যেতে পারলেও ফেরার সময় বাধে বিপত্তি। বিজেপি কর্মীরা প্রশ্ন করেন কেন বারবার এই বগি দিয়ে যাতায়াত করছেন তাঁরা। প্রতিবাদ করলে একসঙ্গে একাধিক কর্মী এসে তাঁর উপর চড়াও হয়। তাঁর ভাই সেখানে এগিয়ে আসলে তাঁর গায়ে হাতও তোলা হয়। তবে গোটাটাই তাঁরা ভিডিও করে রাখেন।

ওই ট্রেনেই প্রথম সওয়ারি হিসাবে ছিলেন বহু সংবাদ মাধ্যমে সাংবাদিকরা। তাঁরা অভিযোগের কথা শুনে ঘটনাস্থলে এলে বিজেপি কর্মীরা বিপদ টের পান। তখন বিভিন্ন ভাবে বোঝাতে এগিয়ে আসেন যোগীরাজ্যের অনেক বিজেপি নেতা। দ্রুত ঘটনাস্থলে আসে রেল পুলিশও।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version