Tuesday, November 4, 2025

কনস্টেবল পদে পরীক্ষা দিতে এসে মৃত অন্তত ৮, ঝাড়খণ্ডে অসুস্থ অনেক যুবক

Date:

ঝাড়খণ্ডে পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা দিতে গিয়ে মৃত্যু হল অন্তত আট যুবকের। প্রায় দশ দিন ধরে চলা এই চাকরির পরীক্ষায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ২৫ জন। যদিও ডাক্তারদের দাবি, আচমকা ১০ কিমি দৌড়ের মতো পরীক্ষায় অংশ নিতে গিয়ে এই বিপত্তি। তবে এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির ময়দানে নেমে পড়েছে বিজেপি। হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ এনেছেন তাঁরা।

গত ২২ অগাস্ট থেকে ঝাড়খণ্ডের রাঁচি, গিরিডি, হাজারিবাগ, পালামৌ, পূর্ব সিংভূম, সাহেবগঞ্জ সেক্টরে পুলিশের কনস্টেবল পদের নিয়োগের পরীক্ষা চলছিল। শুক্রবার পালামৌ সেক্টর পরীক্ষার্থীরা ভোর রাত থেকে পরীক্ষা দেওয়ার জন্য লাইন দেয়। এরপর ১০ কিমি দৌড়ের পরীক্ষায় অংশ নেওয়ার পরে প্রবল অসুস্থ হয়ে পড়ে ২৫ চাকরিপ্রার্থী। দ্রুত পরীক্ষাকেন্দ্রের চিকিৎসা পরিষেবা দেওয়া হয় তাঁদের। ভর্তি করা হয় হাসপাতালেও। শুক্রবারই তিনজনের মৃত্যু হয় চিকিৎসা চলাকালীন। ওইদিনই গিরিডি সেক্টরে মৃত্যু হয় আরও এক যুবকের। একদিনে চার মৃত্যুর পরই বিষয়টা নজরে আসে।

এর আগে ২২ অগাস্ট থেকে হাজারিবাগ, মেদিনীনগর, গিরিডি সেক্টরে মৃত্যু হয়েছে তিনজনের। পরে শনিবার হাজারিবাগ সেক্টরে মৃত্যু হয় আরও এক চাকরিপ্রার্থীর। অথচ ২০১৬ সাল থেকে এভাবেই পুলিশের কনস্টেবল পদে চাকরির জন্য ১০ কিমি দৌড়ের প্রতিযোগিতা হয়ে আসছে। মৃত যুবকদের ক্ষেত্রে ডাক্তারদের মত এই যুবকরা ১০ কিমি দৌড়ের প্রস্তুতি নেননি। প্রস্তুতি ছাড়া হঠাৎ ১০ কিমি দৌড়াতে আসায় এই বিপত্তি হয়েছে।

যদিও এই মর্মান্তিক ঘটনার পরে পুলিশে ভর্তির নিয়ম বদলানোর চিন্তাভাবনা শুরু করেছে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকার। ২০১৬ সালের আগে সেখানে ১৬০০ মিটার দৌড়ের মাধ্যমে পুলিশে ভর্তি নেওয়া হত। পরবর্তীতে তৈরি ১০ কিমি দৌড়ের নিয়ম কীভাবে বদলানো যায় তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে ঝাড়খণ্ড সরকার।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version