অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে কর্তব্যরত নার্সের শ্লীলতাহানি! গ্রেফতার অভিযুক্ত রোগী

ফের স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত নার্সের শ্লীলতাহানির অভিযোগ রোগীর বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে বীরভূমের (Birbhum ) ইলামবাজার (Ilambazar)। সূত্রের খবর, শনিবার অসুস্থ হয়ে হাসপাতালে আসে অভিযুক্ত যুবক। এরপর কর্তব্যরত নার্স তার হাতে চ্যানেল করতে গেলেই ঘটনার সূত্রপাত‌। অভিযোগ, সেই সময় নার্সের (Nurse)শরীর আপত্তিকরভাবে স্পর্শ করে যুবক। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল চত্বর। যদিও ঘটনার পরই পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আর জি কর কাণ্ডে যখন তোলপাড় গোটা দেশ, তখন এমন কাণ্ডে রীতিমতো হইচই শুরু হয়েছে। এদিকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন হাসপাতালের নার্সরা।

কর্তব্যরত নার্সের অভিযোগ, শনিবার রাতে হাসপাতালে এক রোগী এসেছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি হাতে চ্যানেল করার সময় রোগী আমার গায়ে হাত দেন। অকথ্য ভাষায় গালিগালাজও করা হয় বলে অভিযোগ। এরপরই নার্স জানান, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এক জন রোগী স্বাস্থ্যকেন্দ্রে এসে কী ভাবে এমন সাহস পেলেন তা নিয়েও প্রশ্ন তোলেন নার্স। তবে এই ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করতেই পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে।


হাসপাতাল সূত্রে খবর, শনিবার রাতে শারীরিক অসুস্থতা নিয়ে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ওই যুবককে নিয়ে আসে তার পরিবার। এরপরই জরুরি বিভাগে নিয়ে গিয়ে তার চিকিৎসা শুরু হয়। পরে চিকিৎসকের পরামর্শ মতো নার্স যুবকের হাতে স্যালাইনের চ্যানেল করতে গিয়ে বাধে বিপত্তি। ওই সময়েই নার্সের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এরপরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন কর্তব্যরত ওই নার্স। পরে পুলিশ হাসপাতালে এসে যুবককে গ্রেফতার করে। তবে এমন ঘটনার পর হাসপাতাল চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা।


Previous articleমত্ত অবস্থায় ধরা পড়লেই কড়া ব্যবস্থা! সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে কঠোর লালবাজার 
Next articleহাওড়া জেলা হাসপাতালে কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার ল্যাব টেকনিশিয়ান