Thursday, January 1, 2026

ফের যাদবপুরে র‌্যাগিংয়ের অভিযোগ! UGC-সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি ছাত্রের 

Date:

Share post:

ফের র‌্যাগিংয়ের (Ragging) অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)! এবার ইঞ্জিনিয়ারিংয়ের (Engineering) দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার অভিযোগে ফের অশান্ত ক্যাম্পাস। ইতিমধ্যে ওই ছাত্র ইজিসির (UGC) পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্যকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন। তবে র‌্যাগিং রুখতে বিশ্ববিদ্যালয়ের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও কেন বারবার এমন ঘটনা ঘটছে তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।
পড়ুয়া চিঠিতে লিখেছেন, একবার নয়, ক্যাম্পাসে বারবার র‌্যাগিংয়ের শিকার হয়েছেন তিনি। সেকারণেই প্রাণ সংশয়ের ভয়েই চিঠি লিখতে বাধ্য হন। পড়ুয়ার অভিযোগ, একবার তাঁকে স্টুডেন্টস ইউনিয়ন রুমে নিয়ে গিয়েও র‌্যাগিংয়ের শিকার হতে হয়। তবে বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্রের খবর, অভিযোগকারীর সঙ্গে বৈঠকে বসে ঘটনার বিবরণ শোনে অ্যান্টি র‌্যাগিং স্কোয়াড। ছাত্রের বিবরণ শুনে ইতিমধ্যে অভিযুক্তদেরও ডেকে পাঠানো হয়েছে। অভিযুক্ত বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয় থেকে অনেক আগেই পাশ করে গিয়েছেন বলে খবর।
তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, গত বছর র‌্যাগিংয়ের জেরে ছাত্র-মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়‌। ঘটনার প্রতিবাদে সরব হয়ে পথে নামেন এই পড়ুয়াও। পড়ুয়ার অভিযোগ, গত বছর ছাত্র মৃত্যুর ঘটনায় এদের অনেকেই জড়িত। বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত জানান, ইতিমধ্যে র‌্যাগিং ঠেকাতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন ছোটখাট ঘটনা ঘটলে অ্যান্টি র‌্যাগিং কমিটি ঠিকই ব্যবস্থা নেবে। আমরা ভবিষ্যতে ক্যাম্পাস থেকে র‌্যাগিং সম্পূর্ণ নির্মূল করতে পারব বলে আমাদের বিশ্বাস।

spot_img

Related articles

মুস্তাফিজুরকে দলে নিয়ে বেইমান শাহরুখ! বাদশাকে খুনের হুমকি বিজেপি নেতার

বিজেপি নেতার হুমকির মুখে শাহরুখ খান(Shah Rukh Khan )।  আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে নাইটরা। ...

বর্ষবরণের রাতে রায়গঞ্জে নিহত তৃণমূল নেতা, গ্রেফতার ২

বর্ষবরণের রাতে প্রাণ হারালেন তৃণমূল নেতা (TMC Leader)। গুলি বিদ্ধ হয়ে প্রাণ হারালেন উত্তর দিনাজপুরের জেলা তৃণমূলের সহ-সভাপতি...

প্রশ্ন করায় অশ্রাব্য গালিগালাজ কৈলাসের! সাংবাদিককের সাহসের প্রশংসা অভিষেকের

দেশের সবথেকে পরিছন্ন শহরের তকমা পাওয়া ইন্দোরেই নোংরা পানীয় জল খেয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে...

SIR শুনানি আতঙ্ক অব্যাহত: নতুন বছরের শুরুতেই গেল দুই প্রাণ

দেশের নাগরিক হয়েও প্রমাণ করতে হচ্ছে নাগরিকত্ব। দিন আনা দিন খাওয়া বাংলার মানুষের উপর কেন্দ্রের সরকারের চাপ অব্যাহত।...