Tuesday, August 12, 2025

ফের যাদবপুরে র‌্যাগিংয়ের অভিযোগ! UGC-সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি ছাত্রের 

Date:

Share post:

ফের র‌্যাগিংয়ের (Ragging) অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)! এবার ইঞ্জিনিয়ারিংয়ের (Engineering) দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার অভিযোগে ফের অশান্ত ক্যাম্পাস। ইতিমধ্যে ওই ছাত্র ইজিসির (UGC) পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্যকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন। তবে র‌্যাগিং রুখতে বিশ্ববিদ্যালয়ের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও কেন বারবার এমন ঘটনা ঘটছে তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।
পড়ুয়া চিঠিতে লিখেছেন, একবার নয়, ক্যাম্পাসে বারবার র‌্যাগিংয়ের শিকার হয়েছেন তিনি। সেকারণেই প্রাণ সংশয়ের ভয়েই চিঠি লিখতে বাধ্য হন। পড়ুয়ার অভিযোগ, একবার তাঁকে স্টুডেন্টস ইউনিয়ন রুমে নিয়ে গিয়েও র‌্যাগিংয়ের শিকার হতে হয়। তবে বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্রের খবর, অভিযোগকারীর সঙ্গে বৈঠকে বসে ঘটনার বিবরণ শোনে অ্যান্টি র‌্যাগিং স্কোয়াড। ছাত্রের বিবরণ শুনে ইতিমধ্যে অভিযুক্তদেরও ডেকে পাঠানো হয়েছে। অভিযুক্ত বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয় থেকে অনেক আগেই পাশ করে গিয়েছেন বলে খবর।
তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, গত বছর র‌্যাগিংয়ের জেরে ছাত্র-মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়‌। ঘটনার প্রতিবাদে সরব হয়ে পথে নামেন এই পড়ুয়াও। পড়ুয়ার অভিযোগ, গত বছর ছাত্র মৃত্যুর ঘটনায় এদের অনেকেই জড়িত। বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত জানান, ইতিমধ্যে র‌্যাগিং ঠেকাতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন ছোটখাট ঘটনা ঘটলে অ্যান্টি র‌্যাগিং কমিটি ঠিকই ব্যবস্থা নেবে। আমরা ভবিষ্যতে ক্যাম্পাস থেকে র‌্যাগিং সম্পূর্ণ নির্মূল করতে পারব বলে আমাদের বিশ্বাস।

spot_img

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...