Monday, November 10, 2025

রাতের কলকাতায় চলল গুলি! নিউটাউনে খুন ব্যবসায়ী, কারণ নিয়ে ধোঁয়াশা 

Date:

ফের রাতের শহরে চলল গুলি! শনিবার রাতে নিউ টাউনের (Newtown ) ইকো পার্কের (Eco Park) কাছে মৃত্যু হল এক ব্যবসায়ীর। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, নিহত ব্যবসায়ীর নাম নাসিমুদ্দিন খান। তিনি ভাঙড়ের বাসিন্দা। এদিন রাতে বাইকে করে এসে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলেও লাভ হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় পেশায় ইটের ব্যবসায়ী নাসিমুদ্দিনের‌। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগরের গোয়েন্দা শাখার পুলিশ।

তবে ব্যবসায়ীকে গুলি করে খুনের পিছনে ব্যবসায়িক কোনও রেষারেষি থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু করেছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। এদিন রাতে ইকো পার্কের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ব্যবসায়ী। তখনই তাঁর উপর দুষ্কৃতী হামলা হয়। এদিকে গুলির আওয়াজ শুনে স্থানীয়রাই ঘটনাস্থলে এসে ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। খবর দেওয়া হয় পুলিশেও। স্থানীয়দের দাবি, গুলি চালানোর পরেই সেখান থেকে পালায় দুই দুষ্কৃতী।

তবে প্রত্যক্ষদর্শীদের মতে, শনিবার রাতে ইকো পার্কের সামনের রাস্তা দিয়ে হাঁটছিলেন ভাঙড়ের ইট ব্যবসায়ী নাসিমুদ্দিন। আচমকাই উল্টো দিক থেকে বাইকে করে দুই দুষ্কৃতী এসে তাঁর উপর গুলি চালায়। তবে নিহত ব্যবসায়ীর এমন পরিণতিতে দানা বাঁধছে রহস্য। ইতিমধ্যে তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। নাসিমুদ্দিনের সঙ্গে কারও কোনও ব্যবসায়িক শত্রুতা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।


Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version