Sunday, November 2, 2025

রাতের কলকাতায় চলল গুলি! নিউটাউনে খুন ব্যবসায়ী, কারণ নিয়ে ধোঁয়াশা 

Date:

ফের রাতের শহরে চলল গুলি! শনিবার রাতে নিউ টাউনের (Newtown ) ইকো পার্কের (Eco Park) কাছে মৃত্যু হল এক ব্যবসায়ীর। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, নিহত ব্যবসায়ীর নাম নাসিমুদ্দিন খান। তিনি ভাঙড়ের বাসিন্দা। এদিন রাতে বাইকে করে এসে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলেও লাভ হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় পেশায় ইটের ব্যবসায়ী নাসিমুদ্দিনের‌। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগরের গোয়েন্দা শাখার পুলিশ।

তবে ব্যবসায়ীকে গুলি করে খুনের পিছনে ব্যবসায়িক কোনও রেষারেষি থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু করেছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। এদিন রাতে ইকো পার্কের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ব্যবসায়ী। তখনই তাঁর উপর দুষ্কৃতী হামলা হয়। এদিকে গুলির আওয়াজ শুনে স্থানীয়রাই ঘটনাস্থলে এসে ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। খবর দেওয়া হয় পুলিশেও। স্থানীয়দের দাবি, গুলি চালানোর পরেই সেখান থেকে পালায় দুই দুষ্কৃতী।

তবে প্রত্যক্ষদর্শীদের মতে, শনিবার রাতে ইকো পার্কের সামনের রাস্তা দিয়ে হাঁটছিলেন ভাঙড়ের ইট ব্যবসায়ী নাসিমুদ্দিন। আচমকাই উল্টো দিক থেকে বাইকে করে দুই দুষ্কৃতী এসে তাঁর উপর গুলি চালায়। তবে নিহত ব্যবসায়ীর এমন পরিণতিতে দানা বাঁধছে রহস্য। ইতিমধ্যে তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। নাসিমুদ্দিনের সঙ্গে কারও কোনও ব্যবসায়িক শত্রুতা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।


Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version