Friday, August 22, 2025

ভিনরাজ্যে মৃত বাংলার শ্রমিকের পরিবারের পাশে সাংসদ অভিষেক, পাঠালেন আর্থিক সাহায্য

Date:

বাংলার পরিযায়ী শ্রমিককে হরিয়ানায় পিটিয়ে খুনের ঘটনায় এবার মৃতের পরিবারের পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ সরকার। বিজেপিশাসিত রাজ্যে বাংলার শ্রমিককে যে নৃশংসতার সঙ্গে খুন করা হয়েছে তার নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস (TMC)। অভিযোগের আঙুল স্থানীয় ‘গো রক্ষা’ কমিটির দিকে। যেভাবে ধর্মীয় উসকানি দিয়ে এক নিরীহ শ্রমিকের জীবন শেষ করে দেওয়া হয়েছে তাকে সমর্থন জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। এই নিয়ে বাংলার পদ্মনেতাদের মুখে একটাও কথা নেই। কিন্তু মৃতের পরিবারের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সরকার। পাশাপাশি আজ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)নিজস্ব তহবিল থেকে তিন লক্ষ টাকার আর্থিক সাহায্যও তুলে দেওয়া হয় সাবিরের পরিবারের হাতে।

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা এলাকার বাসিন্দা সাবির মল্লিক পরিযায়ী শ্রমিক হিসেবে হরিয়ানায় কাজ করতে গিয়েছিলেন। গত ২৭ আগষ্ট তিনি গোমাংস খেয়েছেন এই সন্দেহে তাঁকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নেমে হরিয়ানার পুলিশ এখনও পর্যন্ত আট জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। রবিবার নিহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে যান রাজ্যসভার তৃণমূল সাংসদ তথা পশ্চিমবঙ্গ সরকারের পরিযায়ী শ্রমিক কল্যাণ দফতরের চেয়ারম্যান সামিরুল ইসলাম। এদিন সাবিরের পরিবার-পরিজনের সঙ্গে কথা বলেন তিনি, তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই পরিবারে একটি চাকরিও দেওয়া হবে। ওই ঘটনায় জড়িতদের যাতে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করা হয়, তার জন্য মুখ্যমন্ত্রী হরিয়ানা সরকারের সঙ্গে কথা বলেছেন। মৃতের পরিবারে আছেন বৃদ্ধ বাবা-মা, ভাই, বোন এবং স্ত্রী ও তিন বছরের একটি সন্তান। সাবির ছিল একমাত্র উপার্জনকারী। তাঁর মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে পরিবার। এই অবস্থায় পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। বিধায়ক শ্যামল মণ্ডল থেকে সাংসদ প্রতিমা মণ্ডল পরিবারের পাশে দাঁড়িয়ে জানিয়েছেন, তাঁরা এই ঘটনার শেষ দেখে ছাড়বেন। প্রতিমা মণ্ডল জানিয়েছেন, তিনি সংসদে এই ঘটনা তুলে ধরবেন। এদিন সাংসদ সামিরুল ইসলামের সঙ্গে মাইনোরিটি কমিটির চেয়ারম্যান সাবির সিদ্ধার্থ বসাকও যান অসহায় পরিবারের সঙ্গে দেখা করার জন্য। শুক্রবার সকালে সাগিরের কফিনবন্দি দেহ বাসন্তীর বাড়িতে পৌঁছয়। শোকে কাতর গোটা এলাকা।


Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version