বাংলার পরিযায়ী শ্রমিককে হরিয়ানায় পিটিয়ে খুনের ঘটনায় এবার মৃতের পরিবারের পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ সরকার। বিজেপিশাসিত রাজ্যে বাংলার শ্রমিককে যে নৃশংসতার সঙ্গে খুন করা হয়েছে তার নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস (TMC)। অভিযোগের আঙুল স্থানীয় ‘গো রক্ষা’ কমিটির দিকে। যেভাবে ধর্মীয় উসকানি দিয়ে এক নিরীহ শ্রমিকের জীবন শেষ করে দেওয়া হয়েছে তাকে সমর্থন জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। এই নিয়ে বাংলার পদ্মনেতাদের মুখে একটাও কথা নেই। কিন্তু মৃতের পরিবারের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সরকার। পাশাপাশি আজ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)নিজস্ব তহবিল থেকে তিন লক্ষ টাকার আর্থিক সাহায্যও তুলে দেওয়া হয় সাবিরের পরিবারের হাতে।