Wednesday, August 13, 2025

হোটেলে ডেকে যৌন নির্যাতনের অভিযোগ! কর্নাটকের বিজেপি নেতার ‘কীর্তিতে’ শোরগোল 

Date:

Share post:

ফের বিজেপি নেতার (BJP) বিরুদ্ধে যৌন নিগ্ৰহের অভিযোগ! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কর্নাটকে (Karnataka)। বিজেপি নেতার বিরুদ্ধে ইতিমধ্যে দক্ষিণ কন্নড় জেলার এক থানায় দায়ের হয়েছে এফআইআর (FIR)। অভিযোগ, ২০২৩ সালের জুন মাসে বেঙ্গালুরুর এক হোটেলে বছর ৪৭-এর এক মহিলার যৌন নিগ্রহ করেন তিনি। শুধু তাই নয়, ওই মহিলার সঙ্গে জোর করে তিনি একাধিক সেলফি ও ভিডিয়ো ক্যামেরাবন্দি করেছেন বলেও অভিযোগ।

নির্যাতিতার দাবি, লাগাতার ওই ছবি ও ভিডিয়োগুলি ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন ওই বিজেপি নেতা। মহিলা অভিযোগপত্রে আরও জানিয়েছেন, অভিযুক্ত বিজেপি নেতার আদর্শে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। সমাজমাধ্যমে তাঁকে সমর্থনও করতেন তিনি। নির্যাতিতার দাবি, ২০২৩ সালের জুনের প্রথম সপ্তাহে বেঙ্গালুরুর এক হোটেলে তাঁকে ডেকেছিলেন বিজেপি নেতা এবং সেখানেই তাঁকে যৌন নিগ্রহ করেন বলে অভিযোগ। এদিকে থানায় অভিযোগ জানাতেই তড়িঘড়ি মহিলার বয়ানের ভিত্তিতে পুলিশ বিজেপি নেতার বিরুদ্ধে প্রতারণা, যৌন নিগ্রহ এবং ভয় দেখানোর অভিযোগে দায়ের করেছে এফআইআর‌।

তবে অভিযোগ সামনে আসতেই বিজেপি নেতা তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ মিথ্যা। আমার মনে হয়, এই অভিযোগগুলি পরিকল্পিত এবং সাজানো। তবে ঘটনায় এখনও পর্যন্ত কর্নাটকের বিজেপি নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি।


spot_img

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...