Wednesday, January 21, 2026

হোটেলে ডেকে যৌন নির্যাতনের অভিযোগ! কর্নাটকের বিজেপি নেতার ‘কীর্তিতে’ শোরগোল 

Date:

Share post:

ফের বিজেপি নেতার (BJP) বিরুদ্ধে যৌন নিগ্ৰহের অভিযোগ! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কর্নাটকে (Karnataka)। বিজেপি নেতার বিরুদ্ধে ইতিমধ্যে দক্ষিণ কন্নড় জেলার এক থানায় দায়ের হয়েছে এফআইআর (FIR)। অভিযোগ, ২০২৩ সালের জুন মাসে বেঙ্গালুরুর এক হোটেলে বছর ৪৭-এর এক মহিলার যৌন নিগ্রহ করেন তিনি। শুধু তাই নয়, ওই মহিলার সঙ্গে জোর করে তিনি একাধিক সেলফি ও ভিডিয়ো ক্যামেরাবন্দি করেছেন বলেও অভিযোগ।

নির্যাতিতার দাবি, লাগাতার ওই ছবি ও ভিডিয়োগুলি ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন ওই বিজেপি নেতা। মহিলা অভিযোগপত্রে আরও জানিয়েছেন, অভিযুক্ত বিজেপি নেতার আদর্শে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। সমাজমাধ্যমে তাঁকে সমর্থনও করতেন তিনি। নির্যাতিতার দাবি, ২০২৩ সালের জুনের প্রথম সপ্তাহে বেঙ্গালুরুর এক হোটেলে তাঁকে ডেকেছিলেন বিজেপি নেতা এবং সেখানেই তাঁকে যৌন নিগ্রহ করেন বলে অভিযোগ। এদিকে থানায় অভিযোগ জানাতেই তড়িঘড়ি মহিলার বয়ানের ভিত্তিতে পুলিশ বিজেপি নেতার বিরুদ্ধে প্রতারণা, যৌন নিগ্রহ এবং ভয় দেখানোর অভিযোগে দায়ের করেছে এফআইআর‌।

তবে অভিযোগ সামনে আসতেই বিজেপি নেতা তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ মিথ্যা। আমার মনে হয়, এই অভিযোগগুলি পরিকল্পিত এবং সাজানো। তবে ঘটনায় এখনও পর্যন্ত কর্নাটকের বিজেপি নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি।


spot_img

Related articles

কাটছে অচলাবস্থা! স্থায়ী উপাচার্য পেল রাজ্যের আরও আট বিশ্ববিদ্যালয় 

দীর্ঘদিনের উপাচার্য নিয়োগ–জট অবশেষে কাটতে চলেছে। রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে থাকায় প্রশাসনিক...

একাদশ-দ্বাদশ নিয়োগের ১৮,৯০০ জনের তালিকা: পূর্ণাঙ্গ তালিকাসহ তিন তালিকা এসএসসির

নির্ধারিত সময় মেনে এসএসসি-র একাদশ-দ্বাদশের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। তালিকায় জায়গা পেয়েছে ১৮,৯০০ জন। এর মধ্যে...

শাহেনশার টয়লেটে ‘সোনার কমোড’?

বলিউডের শাহেনশা বলে কথা! রাজকীয় জীবনযাপন করবেন অমিতাভ বচ্চন সেটা আর নতুন কথা কী। তাঁর ‘জলসা’র অন্দরমহল কেমন...

জমি ও সম্পত্তির নথি সংরক্ষণে নয়া উদ্যোগ, জেলায় জেলায় তথ্যভাণ্ডার কেন্দ্র গড়ছে রাজ্য 

রাজ্যে জমি ও সম্পত্তি সংক্রান্ত নথি সংরক্ষণের ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে জেলা স্তরে বিশেষ তথ্যভাণ্ডার কেন্দ্র গড়ে...