Sunday, November 16, 2025

গায়ক না হলেও সুকণ্ঠী হিসেবে সুনাম আছে তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh)। মাঝে মধ্যেই মাইক হাতে খালি গলায় গান ধরতে দেখা যায় তাঁকে। এবার আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার গান বেঁধে শোনালেন তৃণমূল নেতা কুণাল। একই সঙ্গে শুধু বাংলা নয়, সারাদেশেও এই ধরনের ঘটনার প্রতিবাদের দাবিও তাঁর গানে তোলেন কুণাল।

নিজেই গানটি গেয়ে পোস্ট করেন কুণাল ঘোষ। তবে, প্রথমে তিনি জানান, ”আমি গায়ক নই, আমি গান শুনি। কিছু লেখালেখি করি।” তিলোত্তমার বিচারের দাবিতে লাগাতার আন্দোলন চলছে। চলছে প্রতিবাদ। এবার গান বেঁধেল প্রতিবাদ করলেন তৃণমূল নেতা। লিখলেন,
”এই দাবানল ছড়িয়ে পড়ুক
স্লোগান ভরা মিছিল চাই।
ঘড়ির সময় যাচ্ছে চলে
বিচার দাও সিবিআই”

গানের শুরুতে কুণাল (Kunal Ghosh) জানান, ”আমি গায়ক নই, আমি গান শুনি। কিছু লেখালেখি করি। তার মধ্যে দুএকটা গান লিখেছিলাম। কিছু লোক গেয়েও ছিলেন। গানা ডট কমে পাওয়া যাবে। চলতি পরিস্থিতিতে একটা চেষ্টা করলাম। দেখবেন। পেশাদার গায়কদের মতো, গুণগত বিচার করবেন না। আমি গায়ক নই।”

গানে কুণাল লেখেন,
”আর কবে, আর কবে, আর কবে,
চোখ খুলে, মন খুলে গান হবে…
আর কবে, আর কবে, আর কবে,
রং না বেছে, দল না বেছে গান হবে।
আর কবে আর কবে আর কবে…
হিন্দিতেও প্রতিবাদী গান হবে।”

এর আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে গান বেঁধেছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। অরিজিতের প্রশংসা করেও গানকে কটাক্ষ করেন কুণাল। স্যোশাল মিডিয়ায় স্পষ্ট লিখেছিলেন, ”অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভালো। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দিজগত, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?” এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে নিজের গানেও সেই প্রশ্ন তুললেন তৃণমূল নেতা। লেখেন,
”আর কবে আর কবে আর কবে…
হিন্দিতেও প্রতিবাদী গান হবে।”











Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version