দীর্ঘ ১০ বছর পরে বিধানসভা উপনির্বাচন হবে জম্মু ও কাশ্মীরে। তার আগে একের পর এক জঙ্গি হামলায় বিপর্যস্ত কাশ্মীর, এমনকি জম্মুও। এবার হামলার লক্ষ্য ভারতীয় সেনার সেনাঘাঁটি। গুরুতর আহত ১ জওয়ান। মুহূর্তেই সমগ্র এলাকা ঘিরে ফেলে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে সেনা।

সোমবার জম্মুর সুঞ্জওয়ানের ৩৬ ব্রিগেডে সকাল ১০টা ৫০ নাগাদ গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন জওয়ানরা। দেখা যায় আহত ১ জওয়ান। সঙ্গে সঙ্গে জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় বাহিনী। তবে গা ঢাকা দেয় জঙ্গিদের ওই দল। এলাকা জুড়ে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ। আহত জওয়ান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ভারতের গোয়েন্দাদের দাবি, জম্মুর বিভিন্ন অঞ্চলে আত্মগোপন করে আছে একাধিক জঙ্গি। এর পেছনে রয়েছে আইএসআই যোগ। সেনা সূত্রে খবর, এলাকা জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমস্ত রকম যান চলাচলে।

গোয়েন্দা বাহিনী সূত্রে খবর, সাম্বা জেলার রামগড় অঞ্চলে ড্রোন মারফৎ কিছু ফেলা হয়েছিল। তার খোঁজেও তল্লাশি চালিয়েছে জওয়ানরা। উদ্ধার করা হয়েছে বিস্ফোরক সহ ৩টি পিস্তল। সোমবারের জঙ্গি হামলা প্রসঙ্গে দক্ষিণ জম্মুর এসপি অজয় শর্মা বলেন, খবর পাওয়া মাত্র এলাকায় এসেছেন উচ্চপদস্থ আধিকারিকরা। তদন্ত করে দেখা হচ্ছে। চলতি মাসেই জম্মু ও কাশ্মীরে ২দফার ভোট, শেষ দফা অক্টোবরে। নির্বাচন হবে সেপ্টেম্বরের ১৮, ২৫ ও অক্টোবরের ১ তারিখে। ভোটের ফলাফল জানা যাবে আগামী ৮ অক্টোবর।

