Tuesday, December 16, 2025

আর জি কর কাণ্ড: আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ছাড়াও গ্রেফতার ৩

Date:

গ্রেফতার আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। প্রাক্তন অধ্যক্ষকে আর্থিক দুর্নীতির মামলায় গত ১৬ দিন ধরে লাগাতার সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবারও সিজিও কমপ্লেক্সে সকালে পৌঁছন সন্দীপ। সেখানে টানা সাড়ে ৯ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আচমকাই সেখান থেকে তাঁকে বের করে নিজাম প্যালেসে নিয়ে ঢোকেন CBI আধিকারিকরা। তার পরেই তাঁর গ্রেফতারির খবর জানানো হয়।

সন্দীপ ছাড়াও এদিন গ্রেফতার হয়েছেন আরও ৩ জন। সন্দীপ ঘনিষ্ঠ দুই ব্যবসায়ী ও একজন নিরাপত্তারক্ষী গ্রেফতার। দুজন ব্যবসায়ী বিপ্লব সিংহ ও সুমন হাজরা এবং নিরাপত্তারক্ষী আফসার আলিকে গ্রেফতার করেছে সিবিআই। প্রসঙ্গত, আর্থিক দুর্নীতিতে সন্দীপের সঙ্গে সঙ্গে বেশ কয়েক জনের নাম উঠে এসেছিল। তাঁদের মধ্যে এক জন হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা বিপ্লব সিংহ। বিপ্লবের সংস্থা ‘মা তারা ট্রেডার্স’ হাসপাতাল হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করত। গত সপ্তাহে সাঁকরাইলে বিপ্লবের বাড়ি এবং সংস্থার অফিসে হানা দিয়েছিল সিবিআই। সোমবার তাঁকেই গ্রেফতার করা হয়েছে। এদিন রাত্রেই বি আর সিং হাসপাতাল থেকে ৩ চিকিৎসকের দল আসেন নিজাম প্যালেসে। সন্দীপ ঘোষ সহ তিন জনের মেডিক্যাল চেক আপ করবেন তারা।

এদিকে ঘোলা জলে মাছ ধরতে এদিন জুনিয়র ডাক্তারদের অবস্থানে এসে গো ব্যাক স্লোগান শুনতে হল প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এদিন বিজেপি সাংসদের আসা মাত্রই মুহূর্তে বদলে যায় জুনিয়র চিকিৎসকদের স্লোগান। সাফ, তীব্র ভাষায় বুঝিয়ে দেওয়া হয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তাঁরা চাইছেন ন, চাইছেন না রাজনীতির রং। কয়েক মিনিটের মাথায় গলি পথে বেরিয়ে যেতে হল বিজেপি নেতাকে।

অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব নিয়ে আসার পরও অনড় জুনিয়র ডাক্তাররা। পুলিশের সঙ্গে আন্দোলনকারী ডাক্তারদের তিন দফা আলোচনা হলেও বেরাল না কোনও সমাধানসূত্র। রাস্তা দখল থেকে রাত দখলের এমনকি দাবি না মানা পর্যন্ত অবস্থানে থাকার হুঁশিয়ারি দিয়েছেন ডাক্তাররা।

আরও পড়ুন- নবাবের শহরে ডার্বি জয় মোহনবাগানের, টাইব্রেকারের হারাল ইস্টবেঙ্গলকে

 

Related articles

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...

সম্পর্কের টানাপোড়েন! বান্ধবীকে কোপানোর পর চারতলা থেকে ঝাঁপ যুবকের

বান্ধবীকে খুন করে নিজেও চারতলা থেকে ঝাঁপ (Love Tringle)। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার পোস্তা এলাকায়। মঙ্গলবার দুপুরে পোস্তা...

ক্রিসমাসে আলোয় মোড়া হবে পার্ক স্ট্রিট-সহ রাজ্যের একাধিক শহর, সূচি জানালেন ইন্দ্রনীল

কলকাতায় ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫ (Kolkata Christmas Festival)। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন...

অনামীদের নিয়ে তুমুল দর কষাকষি, রাতারাতি কোটিপতি আকিব-প্রশান্তরা

মঙ্গলবার সৌদি আরবে বসেছিল আইপিএলের মিনি নিলাম।প্রত্যাশা মতোই বড় অঙ্কের দাম পেলেন ক্যামেরন গ্রিন। তবে চমক দিলেন তিন...
Exit mobile version