১) নবাবের শহর লখনউয়ে ডার্বি জিতল মোহনবাগান। সোমবার উত্তরপ্রদেশের লখনউয়ে মুখোমুখি হয়েছিল কলকাতার দুই প্রধান। কে ডি সিং বাবু স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজক ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। নির্ধারিত সময়ের খেলা ১-১ ড্র হওয়ার পর, টাইব্রেকারে ৩-২ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দেয় সবুজ-মেরুন শিবির।

২) প্যারিস প্যারালিম্পিক্সে ফের পদক ভারতের ঝুলিতে। ব্যাডমিন্টনে রুপো পেলেন তুলসীমতী মুরুগেসান । প্যারিস অলিম্পিক্সে এসইউ ৫ ক্যাটাগরিতে রুপো জয় করেন তিনি। অপরদিকে এসইউ ৫ ক্যাটাগরিতে ব্রোঞ্জ জয় মনীষা রামাদাসের।

৩) ইগর স্টিম্যাচের অধ্যায় শেষ। এবার ভারতীয় দলে শুরু মানোলো মার্কেজের যুগ। মানোলো মার্কেজের হাত ধরে আগামিকাল নামছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে ভারতের সামনে মরিশাস। অবসর নিয়েছেন সুনীল ছেত্রী। নতুন তরুণ ফুটবলারদের নিয়ে নামবেন তিনি। কোচ মানোলো মার্কেজের তত্ত্বাবধানে প্রথমবার মাঠে নামতে চলেছে ব্লু টাইগার্স। এই ম্যাচে নামার আগে উত্তেজিত ভারত কোচ।

৪) প্যারিস প্যারালিম্পিক্সে ফের সোনার পদক জয় ভারতের। পুরুষদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে এসএল ইভেন্টে সোনার জিতলেন ভারতীয় শাটলার নীতেশ কুমার। ফাইনালে তিনি হারালেন গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথেলকে। ম্যাচের ফলাফল ২১-১৪, ১৮-২১, ২৩-২১ । এই সোনার পদক জয়ের প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের ঝুলিতে ঢুকল দ্বিতীয় সোনা।


৫) ২০২৪ প্যারিস প্যারালিম্পক্সে ফের সাফল্য ভারতের ঝুলিতে। এবার রুপো এল ডিসকাস থ্রোয়ে। প্যারালিম্পিক্সে এফ৫৬ বিভাগে পদক পেলেন যোগেশ কাঠুনিয়া। তিনি সর্বোচ্চ ছুঁড়েছেন ৪২.২২ মিটার। এর সুবাদে প্যারিস প্যারালিম্পিক্সে অষ্টম পদক এল ভারতের ঝুলিতে।

আরও পড়ুন- নবাবের শহরে ডার্বি জয় মোহনবাগানের, টাইব্রেকারের হারাল ইস্টবেঙ্গলকে
