জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে স্বাস্থ্য পরিষেবায় বড় প্রভাব; কমল রোগী ভর্তি, অপারেশন!

আর জি কর (R Kar Medical College and Hospital) কাণ্ডের জেরে টানা কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। মুখে যতই স্বাস্থ্য পরিষেবার সচল রয়েছে বলে তাঁরা দাবি করুন না কেন বাস্তব ছবি কিন্তু অন্য কথা বলছে। নবান্নে (Nabanna) জমা পড়া স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী গত ১০ আগস্ট থেকে জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতির জেরে রোগী পরিষেবা যথেষ্ট ব্যাহত হয়েছে। এক ধাক্কায় সরকারি মেডিকেল কলেজগুলিতে কমল আউটডোর পরিষেবা ও রোগীর ভর্তির পরিমাণ। সেই সঙ্গে কমেছে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের সংখ্যাও। খরচ বেড়েছে স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) কার্ডে।

মুখ্যমন্ত্রীর দফতরে যে রিপোর্ট জমা পড়েছে তাতে বলা হয়েছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে আউটডোর পরিষেবা ৫০ শতাংশ কমেছে। সরকারি মেডিকেল কলেজগুলিতে রোগী ভর্তির পরিমাণ কমেছে ২৫ শতাংশ, গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার কমেছে ৫০ শতাংশ। সূত্রের খবর, প্রতি সপ্তাহে রাজ্য জুড়ে মেডিক্যাল কলেজগুলিতে প্রায় ৫০০ থেকে ৬০০ গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হয়। কিন্তু কর্মবিরতির ফলে কলকাতার দুই সরকারি হাসপাতালে এসএসকেএম (SSKM Hospital) এবং আর জি করে (RG Kar Medical College and Hospital) এই প্রভাব সব থেকে বেশি। শুধু এটাই নয়, ১০ আগষ্টের পর থেকে প্রতিদিন গড়ে ৬ কোটি টাকা করে ‘স্বাস্থ্যসাথী’তে খরচ হচ্ছে রাজ্যের। সরকারি হাসপাতালে পরিষেবা না মেলায় মানুষ বেসরকারি হাসপাতালে যাচ্ছেন এবং এই কার্ডের মাধ্যমে চিকিৎসা করাচ্ছেন। এখনও পর্যন্ত ‘স্বাস্থ্যসাথী’র অধীনে ১৫০ কোটি টাকারও বেশি অর্থ মঞ্জুর করেছে স্বাস্থ্য দফতর (Health Department)।