Sunday, November 9, 2025

হাইকোর্টের শুনানিতে থাকবেন, দু’দিন পর ঘেরাও-মুক্ত SSC চেয়ারম্যান

Date:

চাকরিহারা শিক্ষকদের(Teachers) একাংশকে নিয়ে আন্দোলনকারীদের ধরনার জেরে ঘেরাও হয়েছিলেন এসএসসি(ssc) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। দু’দিন পর শর্তসাপেক্ষে ঘেরাও-মুক্ত হলেন তিনি। হাইকোর্টে(Highcourt) এই দিন গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে। সেই মামলায় স্বশরীরে উপস্থিত থাকার জন্যই এসএসসি(ssc) চেয়ারম্যানকে মুক্ত করে দেওয়া হল বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। সেই সঙ্গে তাঁরা জানিয়েছেন, তাঁদের আন্দোলন ও ধরনা চলবে। যতক্ষণ না দাবি আদায় হচ্ছে তাঁরা এই আন্দোলন থেকে কিছু হটবেন না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বারবার জানিয়েছেন, নিশ্চিন্তে খুব স্কুলে যোগ দিন, বেতন সময়েই পাবেন। রাজ্য সরকার চাকরি হারাদের জন্য আইনি লড়াই লড়ছে। আপনারা শুধু কুরে যান ছাত্র পড়ান। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তালিকা নিয়ে ভাববেন না। আইনি পরামর্শ মেনে কালিকা প্রস্তুত করা হবে। ইতিমধ্যে স্কুল শিক্ষা দফতরের তরফে জেলা স্কুল পরিদর্শকের অফিসে বিতান প্রদানের জন্য তালিকা পাঠানো হয়েছে।

তারপরও চাকরিহারাদের একাংশ বসে রয়েছেন ধরনায়। এদিন তাঁদের একাংশের বক্তব্য, তালিকার বিষয়টা শিক্ষামন্ত্রীর সঙ্গে বুঝব। আজ আমাদেরই মামলার শুনানি আছে হাইকোর্টে। সেই মামলায় চেয়ারম্যান স্যরের সশরীরে উপস্থিত থাকার প্রয়োজন। তাই আমরা ওঁকে ঘেরাও-মুক্ত করলাম। এদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আপনারা এমন কিছু করবেন না, যাতে রিভিউ পিটিশনে তার প্রভাব পড়ে। রাজ্য সরকার আইনি পথেই এই সমস্যার সমাধান করবে।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version