Sunday, November 9, 2025

বিচার চাই: পাটুলি থেকে উল্টোডাঙা ১৭ কিলোমিটারের দীর্ঘ বেনজির ‘মানববন্ধন’

Date:

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবং ন্যায়বিচারের দাবিতে নানানভাবে প্রতিবাদ করতে দেখেছে কলকাতা। এবার শহরের বুকে উল্টোডাঙা থেকে পাটুলি ১৭ কিলোমিটার জুড়ে দীর্ঘ মানববন্ধন। মঙ্গলবার বিকেলে ইএম বাইপাসের বিভিন্ন জায়গায় হল অভিনব মানব বন্ধন কর্মসূচি। এই কর্মসূচির ডাক নির্দিষ্ট কোনও সংগঠনের তরফে দেওয়া হয়নি। তবে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন সংগঠন মানব বন্ধন কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে। বাইপাসের ধারে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে হাতে হাত ধরে এই কর্মসূচি পালন করেন তারা। ফলে যান চলাচলে কোথাও কোনও ব্যাহত হয়নি।

পাটুলি থেকে রুবি, সন্তোষপুর কানেক্টর থেকে পরমা আইল্যান্ড হয়ে উল্টোডাঙা পর্যন্ত ইএম বাইপাসের প্রায় ১৭ কিলোমিটার এলাকা জুড়ে এই অভিনব মানববন্ধনের সাক্ষী থাকল শহর। বিভিন্ন এলাকায় হাতে হাত ধরে নাগরিক সমাজ আরজি কর-কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে মানব বন্ধন কর্মসূচিতে শামিল হয়েছেন কয়েক হাজার মানুষ। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি যোগ দেন সাধারণ মানুষও। বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে থেকে ন্যায়বিচারের দাবিতে স্লোগান তোলেন তারা।এএ দিনের এই মানব বন্ধন কর্মসূচিতে আরজি কর হাসপাতালের বহু প্রাক্তনী উপস্থিত ছিলেন৷ অনেকের হাতে ছিল জাতীয় পতাকা৷ তবে কোনও রাজনীতির ছোঁয়াচ এড়িয়ে আরও এক জোরাল প্রতিবাদের সাক্ষী থাকল কলকাতা৷ এদিনের এই মানব বন্ধন কর্মসূচিতে আরজি কর হাসপাতালের বহু প্রাক্তনী উপস্থিত ছিলেন৷ অনেকের হাতে ছিল জাতীয় পতাকা৷ তবে কোনও রাজনীতির ছোঁয়াচ এড়িয়ে আরও এক জোরাল প্রতিবাদের সাক্ষী থাকল কলকাতা৷

 

Related articles

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...
Exit mobile version