Thursday, August 21, 2025

বামেদের ‘মহামিছিল’ ঘিরে ধুন্ধুমার, থেমে গেল শ্যামবাজার পাঁচমাথার মোড়ের যান চলাচল

Date:

আরজি কর-কাণ্ডে ন্যায়বিচার ও অপরাধীদের শাস্তির দাবিতে এবার শহরের রাস্তায় প্রতিবাদ মিছিল করল বামেরা।আর সেই ‘মহামিছিল’ ঘিরে থেমে গেল শ্যামবাজার পাঁচমাথার মোড়ের যান চলাচল।কারণ, পুলিশের বাধা পেয়ে বিমান বসু, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, মীনাক্ষি মুখোপাধ্যায়-সহ বাম নেতারা নেতাজি মূর্তির সামনে রাস্তায় বসে পড়েন।মঙ্গলবার বিকেলে বামেরা কার্যত অবরোধ শুরু করে দেন শ্যামবাজারে।এদিন রাজাবাজার ট্রাম ডিপো থেকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন বামফ্রন্টের রাজ্য নেতারা। কিন্তু পুলিশি বিধিনিষেধের কারণে শ্যামবাজারে মিছল আটকে দেওয়া হয়। এরপরই দলের নেতা-কর্মীরা রাস্তায় বসে পড়েন।ব্যস্ত সময়ে সেখানেই শুরু হয় বক্তৃতা।

আরজি করের ঘটনার তদন্ত এখন করছে সিবিআই। সেই তদন্তের দিকেও ‘নজর’ রয়েছে বলে জানিয়েছেন বাম নেতৃত্ব।শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের মতো গুরুত্বপূর্ণ সংযোগে বামেদের অবরোধের জেরে সোমবার সন্ধ্যায় প্রবল যানজটের সৃষ্টি হয় উত্তর কলকাতার বিভিন্ন এলাকায়।এদিন রাজাবাজার থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত মিছিল করার ঘোষিত কর্মসূচি ছিল বামেদের৷মিছিল আটকাতে একাধিক ব্যারিকেড তৈরি করে পুলিশ৷ কিন্তু খান্না মোড়ের কাছে ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বামেদের মিছিল৷ এর পর শ্যামবাজারের কাছে ফের মিছিল আটকায় পুলিশ৷ তখনই ছড়ায় উত্তেজনা৷ বন্ধ হয়ে যায় আরজি কর গামী রাস্তা৷বিকেল বেলার ব্যস্ত সময়ে শ্যামবাজারের মতো এলাকায় বামেদের এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক যানজট তৈরি হয়৷

 

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version