Thursday, December 18, 2025

শিলিগুড়িতে টেকনো ইন্ডিয়া গ্রুপের উত্তরবঙ্গ মেধারত্ন উৎসবে সম্মানিত ২০০ পড়ুয়া

Date:

Share post:

শিলিগুড়িতে টেকনো ইন্ডিয়া গ্রুপের উত্তরবঙ্গ মেধারত্ন উৎসব ২০২৪ অনুষ্ঠিত হল।নর্থ বেঙ্গল ভিশনের সহযোগিতায় এদিন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। যে পরীক্ষার্থীরা মাধ্যমিকে শীর্ষ স্থান পেয়েছেন, তাদের  জেলাভিত্তিক  সম্বর্ধনা এবং সম্মাননা জানানো হয়।এই অনুষ্ঠানে উত্তরবঙ্গের মোট আটটি জেলার ২০০ ছাত্র-ছাত্রীকে উত্তরবঙ্গ মেধারত্ন পুরস্কার দেওয়া হয়। ২০২৩ এবং ২০২৪ মিলিয়ে এবছর তাদের ১০-ম অনুষ্ঠান আয়োজিত হল শিলিগুড়িতে।

শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ,ধুপগুড়ি ,কোচবিহার, আলিপুরদুয়ার, ইসলামপুর সহ মালদা, বুনিয়াদপুর, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের মাধ্যমিকে শীর্ষস্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের জন্য মেধা রত্ন উৎসব বলে জানান উদ্যোক্তারা।এরই পাশাপাশি, সমস্ত ছাত্র-ছাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করা হয় সংগঠনের তরফে। আগামী দিনে যে সমস্ত দুস্থ ছাত্র-ছাত্রী পড়াশোনায় খুব ভালো কিন্তু আর্থিক অনটনে পড়াশোনা করতে পারছেন না, তাদেরকে স্কলারশিপ দেওয়া হবে। উদ্দেশ্য, আগামী দিনে তাদের পথ চলা সুগম করা। বই খাতা সহ বিভিন্ন খরচের ভার বহন করবে নর্থ বেঙ্গল ভিশন।

টেকনো ইণ্ডিয়া গ্রুপ শিলিগুড়ির সিনিয়ার ভাইস প্রিন্সিপাল ড. রতন পাল বলেন, টেকনো ইন্ডিয়া গ্রুপ বরাবর ছাত্র-ছাত্রীদের লেখাপড়া সহ ভবিষ্যতের চিন্তা করে এবং উত্তরবঙ্গ মেধা রত্ন উৎসব আমাদের কাছে গর্বের।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব । তিনি বলেন, ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য টেকনো ইণ্ডিয়া গ্রুপ আগেও এমন অনুষ্ঠান  করেছে, আগামীতেও তাদের পাশে থাকবো।

 

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...