আগামিকাল সুপ্রিম কোর্টে বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ, অনিশ্চত আর জি কর মামলার শুনানি!

বহু প্রতীক্ষিত আর জি কর মামলার শুনানি ঘিরে অনিশ্চয়তা। অসুস্থ সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। ফলে বৃহস্পতিবার, তাঁর এজলাসে থাকা চারটি মামলার শুনানি বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে বুধবার সন্ধেয় এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর ফলে আর জি কর মামলার শুনানি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে, সূত্রের খবর, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachur) না থাকলেও আগামিকাল হতে পারে আর জি কর মামলার শুনানি। বিচারপতি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র এই মামলার শুনানি করতে পারেন।

সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি বৃহস্পতিবার হবে কিনা তা চূড়ান্ত হবে বুধবার রাতেই। কজ লিস্ট বা মামলা তালিকা জারি করা হবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। আর জি কর মামলার শুনানির হবে কি না তা রাতে সুপ্রিমকোর্ট ওয়েবসাইটে জারি করা কজ লিস্ট থেকেই সুস্পষ্ট হবে।











Previous article৪০ হাজার গ্র্যাজুয়েটের আবেদন ঝাড়ুদার পদে! হরিয়ানায় বেকারত্ব চরমে
Next articleযুবতীকে ধর্ষণ, নগ্ননাচে বাধ্য: মধ্যপ্রদেশে তদন্ত ‘অস্বীকার’ পুলিশের!