Wednesday, November 12, 2025

ক্ষুব্ধ উত্তরবঙ্গের ডাক্তাররা, রাজনৈতিক মেরুকরণ নিয়ে সতর্কতা তৃণমূলের

Date:

আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ডাক্তারদের আচরণ নিয়ে ইতিমধ্যে গোটা রাজ্যের ডাক্তাররা ক্ষোভ প্রকাশ করেছেন। রাজ্যের যে সব হাসপাতালে সেই ডাক্তারদের যুক্ত ছিলেন. সেখানে অভিযোগ উঠেছে বেনিয়মের। এবার সন্দীপ ঘনিষ্ঠ অভিক দে-র বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে উত্তাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। বিক্ষোভ দেখান পড়ুয়া ডাক্তার সহ অধ্যাপকরাও। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব ডাক্তারদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন। সেই সঙ্গে তৃণমূলের দাবি, ক্ষোভ থাকলে তা প্রকাশ হতে পারে। তবে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে যেন রাজনৈতিক মেরুকরণের দিকে সেই ক্ষোভকে না নিয়ে যাওয়া হয়, তা নিয়েও সতর্ক করেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ।

উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজের ডাক্তারদের অভিযোগ, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকিও পেয়েছেন তাঁরা। আর জি করের ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পড়ুয়ারাও। সেখানেই পাঠানো হয়েছে রাজ্যের ডাক্তারদের অভিযোগের তালিকায় থাকা ডাক্তার অভিক দে-কে। উত্তরবঙ্গের ডাক্তাররা এর প্রতিবাদও জানান। তার পরিবর্তেই তাঁদের আন্দোলন তুলে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি এক অধ্যাপকও হুমকির মুখে।

বুধবার হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠক আয়োজন করা হয় ডাক্তারদের অভিযোগ সম্পর্কে শুনতে। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব। তাঁর সামনে যাবতীয় অভিযোগ তুলে ধরেন ডাক্তাররা। দীর্ঘক্ষণ সেই সব বিষয়ে আলোচনাও হয়। তারপরেই ডাক্তাররা অভিযোগপত্র জমা দেন অধ্যক্ষের হাতে। যে অভিযোগপত্রে এক ডাক্তার ও এক অধ্যাপকেরও নাম রয়েছে।

উত্তরবঙ্গ মেডিক্যালে ডাক্তারদের অভিযোগ থাকলে তাঁরা তা জানাতেই পারেন বলে কুণাল ঘোষের মন্তব্য, “যদি কেউ কোনও খারাপ কাজ করে থাকে, সেটা যদি সাধারণ ছাত্রছাত্রীদের মনে আঘাতের কারণ হয়ে থাকে, তাঁরা বিক্ষোভ দেখাবেন। তাঁরা যে দলের হোক, যে রঙের হোক। যদি কারো আচরণে বাকিদের মনে কোনও দুঃখ হয়ে থাকে, সে অভিযোগ জানাবেন।” সেক্ষেত্রে রাজনৈতির মেরুকরণ নিয়ে সতর্ক করে তিনি দাবি করেন, “তবে দেখে নিতে হবে এটা কোনও রাজনৈতিক মেরুকরণ না হয়। এখন যেহেতু কিছু বিতর্ক চলছে সেই স্রোতে গা ভাসিয়ে দিয়ে রাজনীতি যেন না হয়।”

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version