Thursday, November 13, 2025

৬০ হাজার কেন্দ্রীয় বাহিনী তুলে নিন! মণিপুরের বিজেপি বিধায়কের তোপ কেন্দ্রকে

Date:

তিনবারের প্রধানমন্ত্রী যে রাজ্যকে ভুলে গিয়েছেন, সেই মণিপুর থেকেই এবার কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর। আর সরব হলেন খোদ বিজেপির বিধায়ক। কেন্দ্রের পাঠানো কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়ার দাবি জানানোর পাশাপাশি মণিপুরের সরকারকে শান্তি প্রতিষ্ঠায় ক্ষমতা দেওয়ারও দাবি জানান তিনি।

কেন্দ্রে বিজেপির জোট সরকার এনডিএ থাকার পরেও বিজেপি শাসিত মণিপুরে কীভাবে দিনের পর দিন এত হিংসা ছড়াতে পারে? এত মানুষ মারা যেতে পারে? মণিপুরে ১৫-১৬ মাস পরেও কেন বিজেপি সরকার শান্তি ফেরাতে পারেনি ? কী করছে কেন্দ্রীয় বাহিনী? তোপ, বিজেপি বিধায়ক রাজকুমার ইমো সিংয়ের।

মণিপুরের বিজেপি বিধায়ক রাজকুমার ইমো সিংয়ের দাবি, প্রায় ৬০ হাজার কেন্দ্রীয় বাহিনী মণিপুরে রয়েছে। তাও অশান্তির আঁচ নিভছে না। তাঁর অভিযোগ, ১৫-১৬ মাস পরও কেন শান্তি ফেরাতে পারেনি কেন্দ্রীয় বাহিনী। তাই এবার তাঁদের সরিয়ে নিরাপত্তা ফেরানোর দায়িত্ব দেওয়া হোক মণিপুরের প্রশাসনকেই। এই নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া ভাষায় চিঠিও লিখেছে বিজেপির বিধায়ক।

মণিপুরে শান্তি ফেরাতে অগাস্ট মাসে জিরিবাম জেলায় বিবাদমান দুই গোষ্ঠী কুকি এবং মেতেইদের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু কোথায় শান্তি! এখনও পর্যন্ত একের পর এক সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। নীরব দর্শক কেন্দ্রে থাকা মোদি এবং কেন্দ্রীয় বাহিনী। এবার তাই শান্তি প্রতিষ্ঠায় ফের সব পক্ষের বৈঠক ডাকার দাবি জানান তিনি। পাশাপাশি, রাজ্যের সরকারকে শান্তিপ্রতিষ্ঠায় সব রকম স্বাধীনতা দেওয়ারও দাবি জানান।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version