Sunday, August 24, 2025

বিচ্ছেদ ভুলে ছেলে অগস্ত্যর জন্য ফের কাছাকাছি হার্দিক পান্ডিয়া এবং নাতাশা!

Date:

ফের কাছাকাছি পান্ডিয়া এবং নাতাশা। শুধুমাত্র ছেলের জন্য বিচ্ছেদের পরেও ফের দুজন কাছাকাছি।আসলে দীর্ঘদিন পর ছেলে অগস্ত্যকে আবার কাছে পেলেন হার্দিক পান্ডিয়া সার্বিয়ান সুন্দরী নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে। তারপর এই প্রথম বার ভারতীয় অলরাউন্ডারের কাছে ফিরেছে ছোট্ট অগস্ত্য। গত ১৮ জুলাই সোশ্যাল মিডিয়ায় হার্দিক ও নাতাশা একসঙ্গে তাঁদের বিচ্ছেদের খবর শেয়ার করেছিলেন। তারপর থেকে মা নাতাশার সঙ্গে সার্বিয়াতেই ছিল অগস্ত্য। এবার ভারতে ফিরেছেন নাতাশা।মায়ের সঙ্গে ভারতে এসেছে অগস্ত্য। সে পৌঁছে গিয়েছে বাবার কাছে।

নাতাশা স্তানকোভিচ ইন্সটাগ্রাম স্টোরিতে অগস্ত্যর একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে হার্দিকের দাদা ক্রুনালের ছেলে কবীরের সঙ্গে খেলছে অগস্ত্য।এরই পাশাপাশি, ক্রুণাল পান্ডিয়ার স্ত্রী পঙ্খুরি শর্মার ইন্সটাগ্রাম স্টোরিতে দেখা যায়, তাঁর কোলে বসে রয়েছে কবীর ও  অগস্ত্য। আর পঙ্খুরি দু’জনকে গল্প শোনাচ্ছেন। ওই স্টোরির ক্যাপশনে লেখা, ‘স্টোরি টাইম!’ এই দুই ছবি দেখলে বুঝতে অসুবিধা হচ্ছে না যে এখন হার্দিকের বাড়িতেই রয়েছে ছোট্ট অগস্ত্য।তবে হার্দিক ও নাতাশার দেখা হয়েছে কিনা, তা জানা যায়নি। কিন্তু তাঁদের ছেলে এখন পান্ডিয়া বাড়িতেই রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

বিচ্ছেদের সময় হার্দিক এবং নাতাশা জানিয়েছিলেন, তারা আলাদা হচ্ছেন কিন্তু তাঁদের ছেলে দু’জনেরই ভালোবাসা পাবে।হার্দিক লিখেছিলেন, আমি ও নাতাশা চার বছর একসঙ্গে থাকার পর আলাদা হয়ে যাচ্ছি। নিজেদের সেরাটা দিয়েছিলাম আমরা। চেষ্টা করেছিলাম আমরা এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার। কিন্তু আমরা পারিনি। আর তাই যেটা হয়েছে সেটাই আমাদের জন্য ভালো। এই সিদ্ধান্তটা আমাদের জন্য বেশ কঠিন। পরিবার বাড়তেই যে সম্মান, ভালোবাসা নিয়ে বেড়ে উঠছিলাম সেই সব মাথায় রেখে এই কাজ আমাদের পক্ষে মোটেও সহজ ছিল না। আমাদের জীবনে আমাদের ছেলে অগস্ত্য ভীষণ স্পেশ্যাল। ওকে পেয়ে আমরা ধন্য। আমরা দু’জনে মিলেই তাই ওকে বড় করে তুলব। আমরা সব ওকে দেব, ওর খুশির জন্য যা করা দরকার সেটা করব।

 

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version