Sunday, November 9, 2025

৬০ হাজার কেন্দ্রীয় বাহিনী তুলে নিন! মণিপুরের বিজেপি বিধায়কের তোপ কেন্দ্রকে

Date:

তিনবারের প্রধানমন্ত্রী যে রাজ্যকে ভুলে গিয়েছেন, সেই মণিপুর থেকেই এবার কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর। আর সরব হলেন খোদ বিজেপির বিধায়ক। কেন্দ্রের পাঠানো কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়ার দাবি জানানোর পাশাপাশি মণিপুরের সরকারকে শান্তি প্রতিষ্ঠায় ক্ষমতা দেওয়ারও দাবি জানান তিনি।

কেন্দ্রে বিজেপির জোট সরকার এনডিএ থাকার পরেও বিজেপি শাসিত মণিপুরে কীভাবে দিনের পর দিন এত হিংসা ছড়াতে পারে? এত মানুষ মারা যেতে পারে? মণিপুরে ১৫-১৬ মাস পরেও কেন বিজেপি সরকার শান্তি ফেরাতে পারেনি ? কী করছে কেন্দ্রীয় বাহিনী? তোপ, বিজেপি বিধায়ক রাজকুমার ইমো সিংয়ের।

মণিপুরের বিজেপি বিধায়ক রাজকুমার ইমো সিংয়ের দাবি, প্রায় ৬০ হাজার কেন্দ্রীয় বাহিনী মণিপুরে রয়েছে। তাও অশান্তির আঁচ নিভছে না। তাঁর অভিযোগ, ১৫-১৬ মাস পরও কেন শান্তি ফেরাতে পারেনি কেন্দ্রীয় বাহিনী। তাই এবার তাঁদের সরিয়ে নিরাপত্তা ফেরানোর দায়িত্ব দেওয়া হোক মণিপুরের প্রশাসনকেই। এই নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া ভাষায় চিঠিও লিখেছে বিজেপির বিধায়ক।

মণিপুরে শান্তি ফেরাতে অগাস্ট মাসে জিরিবাম জেলায় বিবাদমান দুই গোষ্ঠী কুকি এবং মেতেইদের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু কোথায় শান্তি! এখনও পর্যন্ত একের পর এক সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। নীরব দর্শক কেন্দ্রে থাকা মোদি এবং কেন্দ্রীয় বাহিনী। এবার তাই শান্তি প্রতিষ্ঠায় ফের সব পক্ষের বৈঠক ডাকার দাবি জানান তিনি। পাশাপাশি, রাজ্যের সরকারকে শান্তিপ্রতিষ্ঠায় সব রকম স্বাধীনতা দেওয়ারও দাবি জানান।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version