Sunday, November 16, 2025

একটা মৃত্যু নাড়িয়ে গিয়েছে গোটা রাজ্যকে। আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের ঘটনায় পথে নেমে বিচারের দাবিতে সোচ্চার হয়েছে নাগরিক সমাজ। কখনও ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচি আবার কখনও সুশৃংখল মানববন্ধনে এক অন্য বাংলার ছবি ধরা পড়েছে। প্রতিবাদের আঁচ রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে। তবে এবার বিদেশের মাটিতেও ‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগান। নির্যাতিতা তরুণীর বিচারের দাবিতে বিশ্বজুড়ে ৯ দেশের রাজপথে হবে মানববন্ধন!

২৬ দিন হয়ে গেল, এখনও মিলল না বিচার। ধর্ষণ খুনের ঘটনায় কাউকে অ্যারেস্ট করতে পারল না সিবিআই। কেন? এই প্রশ্নের জবাব চাইতে রাজ্যের বিভিন্ন জেলায় কখনও মোমবাতি মিছিল কখনও বা ঘরের আলোর নিভিয়ে রেখে সুপ্রিম বিচারের গর্জন – এ যেন এক অন্যরকম পশ্চিমবঙ্গের ছবি তুলে ধরেছে বিশ্বের দরবারে। পতাকা বিহীন নাগরিক আন্দোলনের তীব্রতা এতটাই জোরালো যে এবার তাতে সামিল হলো পাশ্চাত্যের দেশও। আগামী ৮ সেপ্টেম্বর আমেরিকা, ব্রিটেন-সহ ৯ দেশে হবে মানবন্ধন কর্মসূচি। আয়ারল্যান্ড, কানাডা, জার্মানি, সুইৎজারল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের রাজপথে নামবেন সাধারণ মানুষ।ব্রিটেনের লিভারপুল, ম্যাঞ্চেস্টার, লন্ডন-সহ আমেরিকার বোস্টন, শিকাগো, নিউইয়র্ক সিটি, আটলান্টাতে আর জি কর কাণ্ডের বিচারের দাবিতে রবিবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজ্যের শাসকদল ধর্ষণ-বিরোধী অপরাজিতা বিল পাশ করেছে বিধানসভায়। বুধবার ডাক্তারদের ডাকে এক ঘন্টা বাড়ির আলো নিভিয়ে প্রতিবাদের পাশাপাশি রাত দখলের কর্মসূচি রয়েছে সারা বাংলায়। সকলের নজর এখন ৫ তারিখ সুপ্রিম বিচারের দিকে।


Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version