Wednesday, August 27, 2025

একটা মৃত্যু নাড়িয়ে গিয়েছে গোটা রাজ্যকে। আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের ঘটনায় পথে নেমে বিচারের দাবিতে সোচ্চার হয়েছে নাগরিক সমাজ। কখনও ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচি আবার কখনও সুশৃংখল মানববন্ধনে এক অন্য বাংলার ছবি ধরা পড়েছে। প্রতিবাদের আঁচ রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে। তবে এবার বিদেশের মাটিতেও ‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগান। নির্যাতিতা তরুণীর বিচারের দাবিতে বিশ্বজুড়ে ৯ দেশের রাজপথে হবে মানববন্ধন!

২৬ দিন হয়ে গেল, এখনও মিলল না বিচার। ধর্ষণ খুনের ঘটনায় কাউকে অ্যারেস্ট করতে পারল না সিবিআই। কেন? এই প্রশ্নের জবাব চাইতে রাজ্যের বিভিন্ন জেলায় কখনও মোমবাতি মিছিল কখনও বা ঘরের আলোর নিভিয়ে রেখে সুপ্রিম বিচারের গর্জন – এ যেন এক অন্যরকম পশ্চিমবঙ্গের ছবি তুলে ধরেছে বিশ্বের দরবারে। পতাকা বিহীন নাগরিক আন্দোলনের তীব্রতা এতটাই জোরালো যে এবার তাতে সামিল হলো পাশ্চাত্যের দেশও। আগামী ৮ সেপ্টেম্বর আমেরিকা, ব্রিটেন-সহ ৯ দেশে হবে মানবন্ধন কর্মসূচি। আয়ারল্যান্ড, কানাডা, জার্মানি, সুইৎজারল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের রাজপথে নামবেন সাধারণ মানুষ।ব্রিটেনের লিভারপুল, ম্যাঞ্চেস্টার, লন্ডন-সহ আমেরিকার বোস্টন, শিকাগো, নিউইয়র্ক সিটি, আটলান্টাতে আর জি কর কাণ্ডের বিচারের দাবিতে রবিবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজ্যের শাসকদল ধর্ষণ-বিরোধী অপরাজিতা বিল পাশ করেছে বিধানসভায়। বুধবার ডাক্তারদের ডাকে এক ঘন্টা বাড়ির আলো নিভিয়ে প্রতিবাদের পাশাপাশি রাত দখলের কর্মসূচি রয়েছে সারা বাংলায়। সকলের নজর এখন ৫ তারিখ সুপ্রিম বিচারের দিকে।


Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version