Saturday, November 8, 2025

বক্সা পাহাড়ের লেপচাখায় টেলিস্কোপ, পর্যটন প্রসারে বড় সিদ্ধান্ত জেলা প্রশাসনের

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পর্যটন শিল্পের বিকাশে প্রথম থেকেই গুরুত্ব দিয়ে এসেছেন। আলিপুরদুয়ার (Alipurduar) জেলার জন্ম লগ্নেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এই জেলা হবে পর্যটনের জেলা। তার এই স্বপ্নকে বাস্তবায়িত করতে এবং জেলার পর্যটন প্রসারে লাগাতার বিভিন্ন পরিকল্পনা এবং তার বাস্তব রূপায়ণ করে চলেছে জেলা প্রশাসন। সেই তালিকায় জুড়লো নয়া সিদ্ধান্ত। এবার বক্সা পাহাড়ের টেবিলটপ গ্রাম লেপচাখায় টেলিস্কোপ (Telescope) বসানোর পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে জেলা প্রশাসন!

সিকিয়াঝোরার সংস্কার,ভারত ভুটান সীমান্তে গইরিগাও ভিউ পয়েন্টে পর্যটকদের জন্য সৌন্দর্যায়ন ও কটেজ নির্মাণ,মাদারিহাটে ছেকামারিতে বায়োডাইভারসিটি পার্ক, বনছায়া পর্যটন গ্রাম নির্মাণসহ একাধিক কাজ করেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। এমনকি জেলার পর্যটন নিয়ে ছবি ও তথ্য সমৃদ্ধ একটি আকর্ষনীয় বই আগেই প্রকাশ করা হয়েছে। বক্সা পাহাড়ের লেপচাখা এমন একটি গ্রাম, যেখানে পাহাড়ের মাথায় বেশ খানিকটা জয়গা টেবিলের মতো সমতল। সেই টেবিল টপে দাঁড়ালে আকাশের কোলে শুধুই পাহাড়ের উঁচু উঁচু মাথা দেখতে পাওয়া যায়। এত মনোমুগ্ধকর নির্মল পরিবেশ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আরও বেশি মানুষকে পাহাড় মুখে করতেই এবার সেখানে টেলিস্কোপ বসানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে জেলাশাসক জানিয়েছেন আপাতত গোটা ব্যাপারটাই প্রাথমিক স্তরে রয়েছে।তিনি জানান, লেপচাখায় পরিবেশ দূষণ নেই বললেই চলে, বায়ুমন্ডলও দূষণহীন তাই পুরো আকাশটা সেখান থেকে পরিষ্কার দেখা যায়। তাই পর্যটকদের কথা মাথায় রেখে ওখানে টেলিস্কোপ বসালে একটা নতুন আকর্ষণ তৈরী হবে। স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা বলছেন প্রশাসনের সিদ্ধান্তে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এবার মহাকাশের দিকেও সহজেই চোখ রাখতে পারবেন পর্যটকরা।


spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...