Wednesday, July 9, 2025

নারী নির্যাতনে মাত্র ৩০ শতাংশ দোষীর সাজা! অভিষেকের দাবির মান্যতা NCRB-র পরিসংখ্যানে

Date:

আর জি কর কাণ্ডে-সাজার দাবিতে সরব নাগরিক সমাজ। দ্রুত বিচার ও সাজার দাবিতে সরব স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) তথ্য দিয়ে জানিয়ে ছিলেন দেশে প্রতি ১০০টি ধর্ষণের ঘটনায় ৭৪ জন শাস্তিই পান না। এবার তাঁর কথার মান্যতা NCRB-র পরিসংখ্যানে। জানানো হল, নারী নির্যাতন ও মহিলাদের উপর ঘটা নির্যাতনের ঘটনায় ৭০ শতাংশ অভিযুক্তই প্রমাণের অভাবে মুক্তি পেয়ে যান।আর জি কর হাসপাতালে (R G Kar Medical College And Hospital) তরুণী চিকিৎসকের মর্মান্তিক ধর্ষণ-খুনে প্রায় একমাস হতে চলল কিন্তু বিচার প্রক্রিয়া শেষ হয়নি। আর তার মধ্যেই দেশের নানা প্রান্তে ঘটে চলেছে এই নারকীয় ঘটনা। তথ্য দিয়ে দ্রুত বিচারের দাবিতে সরব হন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ঘটনার ১৫ দিন পরেই নিজের এক্স হ্যান্ডেলে দেশে যে সমস্ত ধর্ষণের খবর সামনে এসেছে, তার একটি ‘কোলাজ’ তৈরি করে পোস্ট করেন অভিষেক। তাঁর কথায়, এই কোলাজটিই বলে দিচ্ছে এই মুহূর্তে ভারতের পরিস্থিতি আসলে কী রকম? সেখানই তিনি জানান, পরিসংখ্যান অনুযায়ী, দেশে প্রতি ১০০টি ধর্ষণের ঘটনায় ৭৪ জন শাস্তিই পান না।এনসিআরবির তথ্যেই অভিষেকের দাবি মান্যতা রয়েছে। রিপোর্ট অনুযায়ী, এদেশে ধর্ষণ বা নারীদের বিরুদ্ধে ঘটে যাওয়া অপরাধের সাজাপ্রাপ্তের হার অত্যান্ত উদ্বেগজনক। তথ্য অনুযায়ী, ভারতের প্রতি দেড় হাজার মহিলার মধ্যে কমপক্ষে একজন কোনও না কোনো অপরাধের শিকার। ২০২২ -এর এই তথ্য অনুযায়ী, এক লক্ষ মহিলার মধ্যে ৬৭ জন মহিলা অপরাধের শিকার হতে হয়েছে। আর ৭০ শতাংশ অভিযুক্ত প্রমাণের অভাবে মুক্তি পেয়ে যান।

মহিলাদের উপর ঘটা অপরাধের নিরিখে এখনও শীর্ষস্থানে রাজধানী দিল্লি। এর পরেই তালিকায় হরিয়ানা, রাজস্থান, ওড়িশা, তেলেঙ্গানা। অর্থাৎ বেশিরভাগ বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যেই নারীদের উপর আক্রমণ ও অভিযুক্তদের ছাড়া পেয়ে যাওয়ার ঘটনা বেশি।










Related articles

এজবাস্টনে ভালো খেলার ফল, এবার ICC ক্রমতালিকায় বড় লাফ গিল-আকাশদীপের!

বার্মিংহামে ইতিহাস তৈরি করে ইংল্যান্ডকে হারানোর পর টিম ইন্ডিয়ার পাখির চোখ লর্ডসের মাঠ (Ind vs Eng Match)। বৃহস্পতিবার...

নীতি আয়োগের মানচিত্রে বাংলার সম্মানহানি! চিঠিতে অভিযোগ মুখ্যমন্ত্রীর

সরকারি নথিতে বাংলাকে ভুল উপস্থাপনায় বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট। তবে নীতি আয়োগের (NITI Aayog) মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সংস্থার...

দাদাগিরি! ট্রপিকাল মেডিসিনে শাশুড়িকে দেখাতে গিয়ে কাঞ্চনের বিরুদ্ধে চিকিৎসক নিগ্রহের অভিযোগ

ফের শিরোনামে অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallik)। অভিযোগ, বুধবার কলকাতার ট্রপিকাল মেডিসিনে (Institute Of Tropical Medicine) শাশুড়িকে নিয়ে...

তিরন্দাজির বিশ্বকাপে মিক্সড টিম ইভেন্টে বিশ্বরেকর্ড ভারতের ঋষভ-জ্যোতির

একবার দুবার নয়, ৭০ বার ‘বুল্‌স আই’ টার্গেট তরুণ দুই ভারতীয় তীরন্দাজ ঋষভ যাদব ও জ্যোতি সুরেখা ভেন্নামের...
Exit mobile version