Monday, August 25, 2025

নারী নির্যাতনে মাত্র ৩০ শতাংশ দোষীর সাজা! অভিষেকের দাবির মান্যতা NCRB-র পরিসংখ্যানে

Date:

আর জি কর কাণ্ডে-সাজার দাবিতে সরব নাগরিক সমাজ। দ্রুত বিচার ও সাজার দাবিতে সরব স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) তথ্য দিয়ে জানিয়ে ছিলেন দেশে প্রতি ১০০টি ধর্ষণের ঘটনায় ৭৪ জন শাস্তিই পান না। এবার তাঁর কথার মান্যতা NCRB-র পরিসংখ্যানে। জানানো হল, নারী নির্যাতন ও মহিলাদের উপর ঘটা নির্যাতনের ঘটনায় ৭০ শতাংশ অভিযুক্তই প্রমাণের অভাবে মুক্তি পেয়ে যান।আর জি কর হাসপাতালে (R G Kar Medical College And Hospital) তরুণী চিকিৎসকের মর্মান্তিক ধর্ষণ-খুনে প্রায় একমাস হতে চলল কিন্তু বিচার প্রক্রিয়া শেষ হয়নি। আর তার মধ্যেই দেশের নানা প্রান্তে ঘটে চলেছে এই নারকীয় ঘটনা। তথ্য দিয়ে দ্রুত বিচারের দাবিতে সরব হন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ঘটনার ১৫ দিন পরেই নিজের এক্স হ্যান্ডেলে দেশে যে সমস্ত ধর্ষণের খবর সামনে এসেছে, তার একটি ‘কোলাজ’ তৈরি করে পোস্ট করেন অভিষেক। তাঁর কথায়, এই কোলাজটিই বলে দিচ্ছে এই মুহূর্তে ভারতের পরিস্থিতি আসলে কী রকম? সেখানই তিনি জানান, পরিসংখ্যান অনুযায়ী, দেশে প্রতি ১০০টি ধর্ষণের ঘটনায় ৭৪ জন শাস্তিই পান না।এনসিআরবির তথ্যেই অভিষেকের দাবি মান্যতা রয়েছে। রিপোর্ট অনুযায়ী, এদেশে ধর্ষণ বা নারীদের বিরুদ্ধে ঘটে যাওয়া অপরাধের সাজাপ্রাপ্তের হার অত্যান্ত উদ্বেগজনক। তথ্য অনুযায়ী, ভারতের প্রতি দেড় হাজার মহিলার মধ্যে কমপক্ষে একজন কোনও না কোনো অপরাধের শিকার। ২০২২ -এর এই তথ্য অনুযায়ী, এক লক্ষ মহিলার মধ্যে ৬৭ জন মহিলা অপরাধের শিকার হতে হয়েছে। আর ৭০ শতাংশ অভিযুক্ত প্রমাণের অভাবে মুক্তি পেয়ে যান।

মহিলাদের উপর ঘটা অপরাধের নিরিখে এখনও শীর্ষস্থানে রাজধানী দিল্লি। এর পরেই তালিকায় হরিয়ানা, রাজস্থান, ওড়িশা, তেলেঙ্গানা। অর্থাৎ বেশিরভাগ বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যেই নারীদের উপর আক্রমণ ও অভিযুক্তদের ছাড়া পেয়ে যাওয়ার ঘটনা বেশি।










Related articles

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...
Exit mobile version