ক্যান্টিনে চা-সিগারেটে ২৪,০০০ টাকা বাকি রেখেই “নিরুদ্দেশ” কীর্তিমান বিরুপাক্ষ!

কীর্তিমান চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের (Birupakho Biswas) আরও কিছু কীর্তি সামনে এসেছে। জানা যাচ্ছে এই ডাক্তার নাকি দিনে শুধু চা-ই খেতেন একশো কাপের বেশি, সঙ্গে দামি সিগারেটে সুখ টান! সে নয় হল তাঁর ব্যক্তিগত বিষয়, কিন্তু এই চা সিগারেটের দাম দেননি বিরুপাক্ষ! বর্ধমান মেডিক্যাল কলেজের ক্যান্টিনে ২৪,০০০ টাকা বাকি রেখে নিরুদ্দেশ হয়ে গিয়েছেন বিরুপাক্ষ বিশ্বাস, দাবি ক্যান্টিন মালিকের। তবে পাওনা টাকা আদায়ে বাড়ির ঠিকানা জোগাড় করে ফেলেছেন ক্যান্টিন মালিক। টাকা না পেলে তিনি আইনের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

বর্ধমানে মেডিক্যাল কলেজের জয়হিন্দ ক্যান্টিন চালান মাখন শেখ নামের এক ব্যক্তি। ক্যান্টিনটি ”মাখনদার ক্যান্টিন” নামেই বেশি পরিচিত। অভিযোগ, এই মাখনদার ক্যান্টিন থেকে কখনও খাবার যেত বিরুপাক্ষের (Birupakho Biswas) রুমে, তো কখনও আবার খেতেন ডিউটিতে থেকেই। বাদ যেত না চা-সিগারেট, এমনকী, মিনারেল ওয়াটারও! কিন্তু টাকা চেয়ে তা পান না ক্যান্টিন মালিক মাখন। এখন তো আবার উধাও। ফোন করলে ফোন কেটে দেন বলে অভিযোগ বিরুপাক্ষর বিরুদ্ধে।

বর্ধমান মে়ডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্স পদে কর্মরত ছিলেন বিরুপাক্ষ। অভিযোগ, এক পড়ুয়াকে ফোন রীতিমতো হুমকি দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই অডিয়ো ক্লিপ ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে বিরুপাক্ষকে বদল করে দেওয়া হয়েছে কাকদ্বীপে। আর এই খবর সামনে আসতেই ক্ষোভ তৈরি হয়েছে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে।

আরও পড়ুন: কর্মবিরতির জের, ২৭ দিনে ৬৫০০ সার্জারি বাতিল রোগীদের অভাবনীয় দুর্ভোগ

 

Previous articleতৈরি হচ্ছে নিম্নচাপ, হাওয়া বদলের বড় ইঙ্গিত আবহাওয়া দফতরের
Next articleরাত দখল কর্মসূচিতে ঋতুপর্ণার সঙ্গে চূড়ান্ত অসভ্যতা কেন? গর্জে উঠল টলিউড