Sunday, November 9, 2025

এত বড় একটা মেডিক্যাল কলেজ-হাসপাতাল, এতো মানুষ ছিলেন, এতো ভয়ানক একটা ঘটনা ঘটল- কেউ দেখলেন না, টের পেলেন না! R G Kar Medical College And Hospital-এর চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে এই প্রশ্ন উঠছিল প্রথম থেকেই। কারণ, প্রথম তদন্তকারী কলকাতা পুলিশ একবারও এই প্রতক্ষ্যদর্শীর কথা বলেনি। আদালতের নির্দেশে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। আর সেই তদন্তকারী সংস্থার দাবি, প্রত্যক্ষদর্শীর খোঁজ মিলেছে।কোনও তদন্তের প্রধান দুটি ভিত-তথ্য-প্রমাণ ও প্রত্যক্ষদর্শীর বয়ান। আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ-কাণ্ডে তদন্তভার নেওয়ার পর থেকে কলকাতা পুলিশের থেকে সম্পূর্ণ তথ্য-প্রমাণ না পাওয়ার অভিযোগ করছে CBI। একই সঙ্গে প্রথম দিকে কোনও প্রত্যক্ষদর্শীর উপস্থিতির কথা শোনা যায়নি। কিন্তু তিন সপ্তাহ ধরে অকুস্থলে যাওয়ার পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের দাবি, প্রত্যক্ষদর্শীর খোঁজ মিলেছে। এই দাবি সত্যি হলে তদন্তে মোড় ঘুরে যাবে।বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে (Supreme Court) আর জি কর-কাণ্ডের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার সন্ধেয় জানা যায়, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অসুস্থ হওয়ায় বসছে না তাঁর বেঞ্চ। ফলে পিছিয়ে যায় এই মামলার শুনানি। সম্ভবত আগামী সপ্তাহে শুনানি হতে পারে। সেক্ষেত্রে স্টেটাস রিপোর্ট দিতে হাতে আরও কিছু সময় পেল সিবিআই।

সূত্রে খবর, এখনও খুনের সময় নিয়ে ধোঁয়াশা কাটছে না তদন্তকারীদের। কলকাতা পুলিশ জানিয়েছিল, চিকিৎসক খুন হয়েছেন ভোর ৪টে থেকে ৪.৩৫-এর মধ্যে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, ৩টে থেকে ৫টার মধ্যে হত্যা করা হয়েছে। কিন্তু প্রত্যক্ষদর্শী না কি বলছেন অন্য কথা। সিবিআই-এর দাবি, প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, রাত দুটো নাগাদ খুন হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বয়ানের আরেক গুরুত্বপূর্ণ বিষয় হল, শেষ কজনের সঙ্গে দেখা গিয়েছিল চিকিৎসক-পড়ুয়াকে? প্রত্যক্ষদর্শীর দাবি, শেষবার তরুণীকে ৫-৬ জনের সঙ্গে দেখা গিয়েছিল। তাঁদের ভূমিকা কি? তাঁরাও কি ঘটনায় জড়িত?

আরও একটি প্রশ্ন ঘোরাফেরা করছে- ধর্ষণের পর মুখ বন্ধ করতেই কি খুন? না কি খুন করাটাই মূল উদ্দেশ্য ছিল? ধর্ষণ শুরু তদন্তের মোড় ঘোরানোর জন্য!

ঘুমন্ত অবস্থায় তিলোত্তমা আক্রান্ত হয়েছিলেন, না কি ঘুমোতে যাওয়ার আগেই ঘটনা ঘটে? সে বিষয় নিয়েও নতুন সূত্র হাতে এসেছে বলে দাবি সিবিআইয়ের তদন্তারীদের।

কে এই প্রত্যক্ষদর্শীর? সিবিআই-এর তরফে স্পষ্ট জানানো হয়েছে, কোনওভাবেই প্রত্যক্ষদর্শীর নাম প্রকাশ করা হবে না। কারণ, তাতে নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে। তাঁর গোপন জবানবন্দির ব্যবস্থা করা হয়েছে।

শুধু সময় বা অনেক লোকের উপস্থিতির সম্ভাবনাই নয়, ধোঁয়াশা রয়েছে সঞ্জয়ের জামায় লাগা রক্ত নিয়েও। এই কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টে জানা গিয়েছে, হাসপাতাল থেকে চতুর্থ ব্যাটালিয়নে ফিরেই জামাকাপড় ধুয়ে ফেলেছিল। তারপরেও কীভাবে রক্তের দাগ থাকল? পলিগ্রাফে সঞ্জয়ের আরও দাবি, ব্যাটালিয়নে ঢোকার সময়ে বাইরে জুতো খুলেছিল সে। তাহলে বাজেয়াপ্ত করার সময় জামাকাপড়ের পাশাপাশি সেই জুতো ব্যাটালিয়নের ভিতরে কীভাবে পাওয়া গেল?

সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট পেশ করার জন্য হাতে আরও কিছু সময় পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই রিপোর্টে এই সময় প্রশ্নের উত্তর পাওয়া যাবে কি না, এখন তার দিকেই চেয়ে আছে সবাই।










Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version