Friday, November 28, 2025

প্রতিবাদী ডাক্তাররা কাজে ফিরুন, সুপ্রিম বিচারে আস্থা রেখে বড় বার্তা IMA-র

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনায় কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। সুপ্রিম কোর্টে বিচার চলছে, কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে। কিন্তু তা সত্ত্বেও বিচারের দাবিতে সোচ্চার হয়ে প্রতিদিন একের পর এক প্রতিবাদী কর্মসূচিতে ব্যস্ত জুনিয়র ডাক্তাররা (Junior Doctor’s Cease work) কিছুতেই কর্মবিরতি তোলার ঘোষণা করছেন না। এতে স্বাস্থ্য পরিষেবায় বড় প্রভাব পড়ছে। এবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)আবারও আর জি করের বিক্ষোভরত চিকিৎসকদের অবিলম্বে কাজে ফেরার বার্তা দিল।

কলকাতার সরকারি হাসপাতালের ঘটনায় চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের ক্ষোভ প্রকাশ, ভয় পাওয়া সবই স্বাভাবিক। এই ঘটনায় ডাক্তারদের প্রতিক্রিয়ায় সহমত ও সমবেদনা জানিয়ে IMA এর বার্তা, গোটা দেশের সব পরিবারই ওই তরুণীকে নিজের মেয়ে বলে মেনে নিয়ে এই আন্দোলন করছে। কিন্তু তার জন্য চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে থাকতে পারে না। এই দিকটাও সকলের খেয়াল রাখা উচিত। কারণ বহু মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছে না, তাঁদের সমস্যা হচ্ছে। আইএমএ প্রেসিডেন্ট আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশ্য করে বলেন, ” যাঁরা আন্দোলন করছেন তাঁদের দাবি একশো শতাংশ ন্যায্য। কিন্তু সুপ্রিম কোর্ট (Supreme Court) নিজে বলেছে তাঁদের ওপর ভরসা রাখতে। তাই আমাদেরও এই বিষয়টিকে সম্মান জানিয়ে সব ডাক্তারদের নিজ নিজ কাজে ফেরা উচিত এবং বিচারের দিকটি শীর্ষ আদালতের ওপরই ছেড়ে দেওয়া উচিত।” বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে সিবিআই-এর আর জি করের তদন্ত সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও বুধবার রাতে জানা যায় আজ শীর্ষ আদালতে এই মামলার শুনানি হচ্ছে না। আশাহত প্রতিবাদীরা।


spot_img

Related articles

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...