Friday, November 7, 2025

শিক্ষক দিবসে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর 

Date:

শিক্ষক মানে সমাজের মেরুদণ্ড, যাঁরা আমাদের পথপ্রদর্শক হয়ে জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। আজ শিক্ষক দিবস (Teacher’s Day) উপলক্ষ্যে স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে সেই বার্তায় দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বাধীন ভারতের প্রথম সহ-রাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। অন্যান্য বছরের মতো এবারেও শিক্ষার্থীরা তাঁদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছেন। বিভিন্ন স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। এদিন রাধাকৃষ্ণননের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM)।

 

নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “শিক্ষক দিবস উপলক্ষ্যে, মহান পণ্ডিত এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ এস রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীতে আমি বিনয়ের সঙ্গে তাঁর মহান উত্তরাধিকারকে স্মরণ করি এবং একই সঙ্গে আমাদের সমগ্র শিক্ষক সম্প্রদায়ের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাই। আমাদের শিক্ষকরা আমাদের পথপ্রদর্শক, আমাদের অনুপ্রেরণা ও শক্তির স্তম্ভ। তাঁরা আমাদের সমাজের মেরুদণ্ড। আমাদের গঠনমূলক বছরগুলিতে, এমনকি পরবর্তীতেও আমাদের গাইড করার জন্য আমরা তাদের কাছে সর্বদা কৃতজ্ঞ থাকব। আমাদের বাবা-মা ছাড়াও, তাঁরাই একমাত্র ব্যক্তি যাদের সামনে আমরা শ্রদ্ধায় মাথা নত করি।” একইসঙ্গে এই বিশেষ দিনে সমস্ত শিক্ষক, ছাত্র এবং অশিক্ষক কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...
Exit mobile version