Thursday, November 13, 2025

জাতীয় স্তরে এমন ঘটলে পুরস্কার ফেরাবেন তো? নাট্যকার-শিল্পীদের কটাক্ষ ব্রাত্যর

Date:

আরজি কর-কাণ্ডে এবার নাট্যকার এবং শিল্পীদের পুরস্কার ফিরিয়ে দেওয়ার হিড়িক পড়েছে। আর তা নিয়ে রীতিমতো কটাক্ষ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার প্রশ্ন, জাতীয় স্তরে এমন কোনও ঘটনা যদি ঘটে, সেক্ষেত্রে তারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া পুরস্কার ফেরাবেন তো? নাটকের জগত থেকে পুরস্কার ফেরানো এক ব্যক্তি বামফ্রন্টের প্রার্থী ছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

আসলে আরজি কর-কাণ্ডের আবহে বাংলার নাট্যজগতের শিল্পীদের অনেকেই রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া পুরস্কার ফেরাতে শুরু করেছেন। সেই নিয়েই নাট্যকার-শিল্পীদের কটাক্ষ করেছেন ব্রাত্য।তিনি বলেন, প্রত্যাখ্যান তো করতেই পারেন! থিয়েটারের যিনি করেছেন, স্বাগত জানাই তার সিদ্ধান্তকে। আমাদের নাট্য অ্যাকাডেমির পক্ষ থেকে এটুকু বলতে পারি যে, তিনি বামফ্রন্টের হওয়া সত্ত্বেও তৃণমূল সরকার তাঁর ক্ষেত্রে বাছবিচার করেনি। রাজনৈতিক পরিচয়ের নিরিখে তাঁর শৈল্পিক কৃতিত্ব বিচার করেনি। তিনি নিশ্চয়ই ছাড়তে পারেন, গণতান্ত্রিক অধিকার আছে তাঁর।

ব্রাত্যর সাফ কথা, সবারই অধিকার আছে। তাঁদের উদ্দেশে কোনও তির্যক, নিন্দাসূচক মন্তব্য করব না। শুধু বলব, তাঁরা তাঁদের কাজ করেছেন। রাজ্যে নাটকের সর্বোচ্চ সম্মান ‘দীনবন্ধু মিত্র পুরস্কার’ ফেরত দেওয়ার কথা ঘোষণা করেন নাট্যকার চন্দন সেন। তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেছেন, প্রতিবাদীদের সরকারি পুরস্কার ফেরত দেওয়া উচিত বলেছেন তৃণমূলের বিধায়ক কাঞ্চন বলেছেন।কাঞ্চন নিজে থিয়েটার থেকে উঠে এসেছেন, তাই তার এই মন্তব্য অপমানজনক মনে হয়েছে। তাই পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন চন্দন।

একই পথে হেঁটে নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায় পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। নাট্য অ্যাকাডেমির দেওয়া সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার ফিরিয়েছেন সঞ্জিতা মুখোপাধ্যায়। আলিপুর দুয়ারের সাহিত্যিক, শিক্ষাবিদ পরিমল দে পুরস্কার ফিরিয়েছেন। বিনোদন জগতে অসামান্য অবদানের জন্য রাজ্য সরকারের থেকে যে বিশেষ পুরস্কার পেয়েছিলেন, তা ফিরিয়ে দিয়েছেন সুদীপ্তা চক্রবর্তীও। সেই প্রসঙ্গেই কটাক্ষ করেছেন ব্রাত্য বসু।

 

 

 

 

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version