দুর্গাপুরে প্রায় দেড় কোটি টাকার রাহাজানি: ধৃত পুলিশ আধিকারিক!

দুর্গাপুরে প্রায় দেড় কোটি টাকার রাহাজানিতে ধৃত পুলিশ আধিকারিক। ঘটনায় বেজায় অস্বস্তিতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট (Police Commissionerate)। তদন্তে নেমে আরেক সাসপেন্ড হওয়া পুলিশকর্মীর সন্ধান মিলেছে বলে খবর।দিল্লির বাসিন্দা রেলওয়ে ঠিকাদারের এক মুন্সি সরকারি সংস্থার বরাতের প্রয়োজনে প্রায় দেড় কোটি টাকা নিয়ে জাতীয় সড়ক ধরে আসানসোল থেকে কলকাতা আসছিলেন। সেই সময় দুর্গাপুরের ডিভিসি মোড় এলাকায় লুঠেরাদের পাল্লায় পড়েন। পিস্তল দেখিয়ে গাড়ি থামিয়ে পুরো টাকাটাই নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।এরপরে থানায় অভিযোগ জানাতে গিয়ে আবাক ঠিকাদার সংস্থার ওই কর্মী। দেখেন লুঠেরাদের মধ্যে একজন ওই থানারই পুলিশ অফিসার। অভিযুক্ত অসীম চক্রবর্তী সহকারী সাব ইন্সপেক্টর পদে রয়েছেন। তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চাঞ্চল্যকর এই ঘটনায় ভীষণই অস্বস্তিতে পড়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট (Police Commissionerate)। নাম জড়িয়েছে এক সাসপেন্ড থাকা পুলিশ কর্মীরও। ঘটনা প্রসঙ্গে দুর্গাপুরের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা জানান, “একটি অভিযোগ পাওয়ার পর পুলিশ সর্বস্তরের তদন্ত এবং জোরদার তল্লাশি শুরু করেছে। তদন্ত করে ঘটনার পুরো জাল গুটিয়ে আনা হচ্ছে।”










Previous articleপ্যারিস প্যারালিম্পিক্সে ফের সোনা ভারতের ঝুলিতে , হাই জাম্পে সোনা জয় প্রবীণের
Next articleবিজেপি জোটসঙ্গীর কুকীর্তি! মহিলাকে হোটেলে ডেকে যৌন হেনস্থা