Saturday, July 5, 2025

বিশ্বভারতীর হস্টেলে ছাত্রীর দেহ উদ্ধার! খুন না আত্মহত্যা ঘনাচ্ছে রহস্য

Date:

Share post:

বিশ্বভারতীর (Visva-Bharati) আবসিক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সন্ধ্যায় আম্রপালি গার্লস হস্টেলে (Amrapali Girls Hostel) অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ওই ছাত্রীকে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বীরভূম জেলা পুলিশের অতিরিক্ত সুপার রানা মুখোপাধ্যায় এবং বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল। তথ্য প্রমাণ যাতে নষ্ট না হয় তার জন্য পুলিশ ছাত্রী নিবাসে ঢুকলে পড়ুয়ারা বিক্ষোভ দেখায়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিশ্বভারতীর আধিকারিকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিশ্বভারতীর শিল্প সদনের (Shilpa Sadan) তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন অনামিকা৷ তিনি উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা৷ বৃহস্পতিবার বিকেলে ছাত্রী নিবাস থেকে তাঁর অচৈতন্য দেহ উদ্ধার করা হয়। তাকে প্রথমে তাঁকে বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে (Pearson Memorial Hospital) নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতির কারণে বোলপুর মহকুমা হাসপাতালে (Bolpur SD Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। একাংশের ছাত্রীদের দাবি মৃতা ছাত্রী বিষ খেয়েছিল।

অন্যদিকে, ছাত্রী মৃত্যুর ঘটনায় আম্রপালি হস্টেলে পুলিশ তদন্ত করতে ঢুকলে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, কর্তৃপক্ষ ছাড়া কীভাবে হস্টেলের ভেতরে পুলিশ প্রবেশ করল? পাশাপাশি তাদের দাবি, কীভাবে মৃত্যু ঘটল ওই ছাত্রীর, অবিলম্বে জানাতে হবে বিশ্বভারতী কর্তৃপক্ষকে। ঘটনার রাতে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত হস্টেলে গেলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা।

তবে এই ইস্যুতে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করতে চায় জেলা পুলিশ। ঘটনাস্থল পর্যবেক্ষণের পর বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার বলেন,  “ঘটনার খবর পাওয়ার পরেই সিদ্ধান্ত  হয়েছে, বোর্ড বসিয়ে কোনও মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত করা হবে। প্রমাণ লোপাটের ভয়ে হস্টেলের ঘরটি সিল করা হয়েছে। প্রয়োজনে ফরেন্সিক দলকে ডাকা হবে। তদন্তে কোনও ত্রুটি রাখা হবে না।”

spot_img

Related articles

সিরাজ, আকাশের দাপটে ফ্রন্টফুটে ভারত

বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে...

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...