Sunday, November 2, 2025

সব মিথ্যে! বাড়িতে হানা দেওয়া ইডি-কে দেখেই জ্বলে উঠলেন সন্দীপের স্ত্রী

Date:

তদন্ত শুরু হয়েছিল আর জি করে ধর্ষণ ও খুন হওয়া চিকিৎসকের বিচার চেয়ে। কলকাতা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে যে অভিযুক্তকে গ্রেফতার করেছিল তার পরে এক ধাপও এগোতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই-এর দোসর হিসাবে সেই তদন্তের লেজ ধরে এসেছে ইডি। কিন্তু তাদের যাবতীয় নজর আর জি করের আর্থিক দুর্নীতির তদন্তেই, শুক্রবার সেটা আবারও প্রমাণ হয়ে গেল। তবে অভিযুক্ত আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রীর সাফ জবাব, তাঁর স্বামীর বিরুদ্ধে আনা কোনও অভিযোগ প্রমাণিতই হবে না।

শুক্রবার সকাল ৬টা ২৫ মিনিটে সন্দীপ ঘোষের বাড়ি পৌঁছায় ইডি-র তদন্তকারীরা। বর্তমানে সিবিআই হেফাজতে বন্দি সন্দীপ ঘোষ। তাঁর বাড়িতে ‘গুপ্তধনের সন্ধানে’ গিয়ে তিন ঘণ্টা অপেক্ষা করতে হয় ইডি-র আধিকারিকদের। এরপর মাস্কে মুখ ঢেকে রোদ চশমা ও ওড়নার আড়ালে বেরিয়ে আসেন সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ। তিনি বেরোতেই অপেক্ষারত সাংবাদিকরা তাঁকে প্রশ্নবাণে জর্জরিত করেন। আর তাতেই স্পষ্ট কথা সঙ্গীতার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সঙ্গীতা দাবি করলেন, “সব মিথ্য়া। প্রমাণ হওয়ার আগে কাউকে ভিলেন বানিয়ে দেবেন না।” সেই সঙ্গে তিনি যোগ করেন তাঁর স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ “সম্পূর্ণ মিথ্যা। কাগজ কিছু পাওয়া যায়নি। যাবেও না। আমার স্বামী কিছু করেননি।” পাশাপাশি এই প্রসঙ্গে অন্য চক্রের তাঁর স্বামীকে ফাঁসানোর বিষয়েও ইঙ্গিত দেন সঙ্গীতা ঘোষ।

Related articles

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...
Exit mobile version