আরজি কর-কাণ্ড ও হরিয়ানায় বাঙালি খুনের বিচার চাই, প্রতিবাদে পথে নামল বাংলা পক্ষ

হরিয়ানায় গোরক্ষকদের গণপিটুনিতে মৃত্যু হয়েছে বাংলার শ্রমিকের। বাসন্তীর বাসিন্দা সেই সাবির মল্লিকের মৃত্যুতে দোষীদের ফাঁসির দাবি জানিয়ে গণ-অবস্থানে বসেছে বাংলা পক্ষ। শুক্রবার ধর্মতলায় বাংলা ও বাঙালির পক্ষ থেকে রাতভর অবস্থানে সংগঠনের। আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে যেভাবে সারা রাজ্যের নাগরিক সমাজ গর্জে উঠেছে, তেমনই হরিয়ানায় বাঙালি শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে সরব হয়েছে বাংলা পক্ষ।

বাংলা পক্ষর সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এই নিয়ে জানালেন, দক্ষিণ ২৪ পরগনার বাঙালি যুবক সাবির মল্লিককে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে বিজেপিশাসিত হরিয়ানায়। তবে সাবিরের এই ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে বাংলার ছেলেরা ভিনরাজ্যে গিয়ে অত্যাচারিত হচ্ছে। বিশেষ করে বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাঙালিরা নিপীড়িত হচ্ছে। তাই আরজি করের ঘটনায় ধৃত সঞ্জয় রাইয়ের পাশাপাশি হরিয়ানায় সাবিরের হত্যাকারীদেরও ফাঁসি চাই। একইসঙ্গে গর্গ চট্টোপাধ্যায়ের আরও বক্তব্য, বাঙালিরা চিরকালই হিন্দি বলয়ের রাজ্যগুলিতে গিয়ে অত্যাচারিত হয়। অথচ বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থান থেকে বহিরাগতরা বাংলায় এসে বহাল তবিয়তে থাকে। বাংলা কেন এই বহিরাগতদের ভার বইবে? তাই বাংলায় এবার ভূমিপুত্র সংরক্ষণ প্রয়োজন। বাংলার বিভিন্ন শিল্পতালুকে আগে বাঙালি ছেলেদের চাকরি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন- R G Kar: পরিষেবা সচল রেখে আন্দোলন চলুক: জুনিয়র চিকিৎসকদের আর্জি অভিষেকের