Tuesday, November 4, 2025

R G Kar: পরিষেবা সচল রেখে আন্দোলন চলুক: জুনিয়র চিকিৎসকদের আর্জি অভিষেকের

Date:

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। আর এরই মধ্যে বিনা চিকিৎসায় দুর্ঘটনাগ্রস্ত যুবকের মৃত্যুর অভিযোগ। এই ঘটনার প্রেক্ষিতে আন্দোলন জারি রেখে পরিষেবা সচল রাখার আবেদন জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।

কর্মবিরতি জেরে আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) পরিষেবা না দিয়ে রেফার করার অভিযোগ ওঠে। তার জেরেই পথে মারা যান দুর্ঘটনায় গুরুতরে যখন বিক্রম। যুবকের মায়ের অভিযোগ, “সঠিক সময়ে চিকিৎসা পেলে ছেলেটা বেঁচে যেত।” এর পরেই নিজের এক্স হ্যান্ডেলে লেখেন,
“বাইক দুর্ঘটনায় গুরুতর আহত কোন্নগরের এক যুবক কার্যত চিকিৎসা না পেয়ে মারা গেল। ৩ ঘণ্টা ক্রমাগত তাঁর রক্তপাত হয়। যদিও আমি মানছি, জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায্য এবং বৈধ। #RGKar-এর চিকিৎসকদের কর্মবিরতির জেরেই এই পরিণতি। প্রতিরোধযোগ্য অবহেলার কারণে মৃত্যু হতে দেওয়া অপরাধযোগ্য হত্যাকাণ্ডের সমতুল্য। যদি প্রতিবাদ চালিয়ে যেতে হয়, তাহলে তা গঠনমূলকভাবে করা উচিত। সহানুভূতি ও মানবতার সঙ্গে, যাতে নিষ্ক্রিয়তা বা অবহেলার কারণে আর কোনও জীবন ঝুঁকির মধ্যে না পড়ে।” এরপরের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আর্জি জানান, “আমার বিনীত অনুরোধ, পরিষেবা সচল রেখে আন্দোলন চলুক।”

মৃত তরুণের মায়ের আক্ষেপের পরেই এক্স হ্যান্ডেলে আন্দোলনকারীদের উদ্দেশে এই বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই আর জি কর-কাণ্ড নিয়ে সহানুভূতিশীল অভিষেক। এই বিষয়ে জুনিয়র ডাক্তার এবং নাগরিক সমাজের আন্দোলনের প্রতি তাঁর সমর্থন জানান। তবে কর্মবিরতির জেরে রোগী পরিষেবা ব্যাহত, সর্বোপরি রোগী মৃত্যুর প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানালেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন- বিচার চাই, নৈরাজ্য নয়! গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version