Thursday, August 21, 2025

ওড়িশায় বার্ড ফ্লু-র দাপট, রাজ্যে ডিম ও মুরগির মাংস আমদানিতে নিষেধাজ্ঞা

Date:

বার্ড ফ্লুর প্রকোপ বাড়ছে ওড়িশায়। একাধিক জেলায় হদিশ মিলেছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার। আর তার জেরে ওড়িশা থেকে ডিম-চিকেন আসায় নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। যা জারি থাকবে আগামী দু’সপ্তাহ।জানা গিয়েছে, পুরী-সহ ওড়িশার কয়েকটি জেলায় ছড়িয়ে পড়েছে এই সংক্রমণ। এদিকে সেই রাজ্যের ডিম ও চিকেন দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম মূলত তিন জেলা দিয়ে এই রাজ্যে আসে। ফলে  এই তিন জেলার পুলিশকে বিশেষভাবে সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।  সেই নির্দেশ মেনে শুরু হয়েছে নাকা চেকিংও।

রাজ্যের তরফ ইতিমধ্যে জানানো হয়েছে, বাংলায় ভয়ের কারণ নেই। পাশাপাশি এই রাজ্যে মুরগির মাংস ও ডিমের উৎপাদনের ওপর কোনও নিষেধাজ্ঞা নেই বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে। কিন্তু ফ্লু যেহেতু দ্রুত মুরগির মধ্যে ছড়িয়ে পরে তাই সতকর্তা হিসাবে আগামী দু’সপ্তাহ আমদানিতে নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত।

প্রসঙ্গত, এরাজ্যে প্রতিদিন ডিমের চাহিদা মেটাতে মূলত অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা থেকে কয়েকশো লরি ডিম বাংলায় আসে। সেখানে ওড়িশা থেকে ডিম ও চিকেনের ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় মুরগির ডিমের দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। যদিও প্রশাসনের তরফ থেকে কালোবাজারি রুখতে নজরদারি চালানোর কথা বলা হয়েছে। পাশাপাশি সীমানাবর্তী এলাকায় সংক্রমণ আটকাতে বিশেষ ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।











Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version