একা ফিরল ‘স্টারলাইনার’, মহাকাশেই থেকে গেলেন সুনীতা- উইলমোর

আট দিনের সফরে গিয়ে আট মাসের জন্য মহাকাশে বন্দি সুনীতা উইলিয়ামস – বুচ উইলমোর (Sunita Williams – Butch Wilmore)। দুজনকে মহাশূন্যে ফেলেই পৃথিবীতে ফিরে এল বোয়িং স্টারলাইনার (Boeing Starliner returns)। গত ৫ জুন এই ক্যাপসুলে চড়েই রওনা দিয়েছিলেন দুই মহাকাশচারী । শনিবার সকাল ৯.৩১ মিনিটে নিউ ম্যাক্সিকোর হোয়াইট স্যান্ডস স্পেস হারবারে (White Sands Space Harbor) ফিরল ক্যাপসুলটি। সুনীতাদের ফিরতে আরও ছ মাস বাকি।

আন্তর্জাতিক স্পেস স্টেশনে (International Space station) যাওয়ার পথেই সমস্যায় পড়েছিলেন নাসার বিজ্ঞানীরা।কথা ছিল ৮ দিনের মধ্যে কাজ সেরে ফের পৃথিবীতে ফিরবেন তাঁরা। কিন্তু মহাকাশযানের থ্রাস্টার যন্ত্র কাজ না করায় সব পরিকল্পনা ব্যর্থ হয়। আগামী বছরের দ্বিতীয় মাসে স্পেস এক্স সংস্থার তৈরি মহাকাশযান সুনীতা ও বুচকে ফিরিয়ে আনতে রওনা দেবে। তাই ফাঁকা ফিরিয়ে নিয়ে আসা হল স্টারলাইনারকে। এদিন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) তরফে মহাকাশযান অবতরণের ভিডিও লাইভ সম্প্রচার করা হয়।সকাল ৮.৫৮ মিনিট নাগাদ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। তারপর মাটি ছুঁতে তার সময় লাগে আরও ৪৪ মিনিট। বাহন নির্বিঘ্নে ফিরল, কিন্তু মহাকাশে ‘বন্দি’ হয়ে থেকে গেলেন সুনীতারা।


Previous articleGold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে
Next articleএবার শৃঙ্খলার পাঠ দেওয়া হবে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের!