Saturday, May 3, 2025

পদ থেকে প্রার্থী, হরিয়ানা নির্বাচনে চাপে কংগ্রেস-বিজেপি

Date:

Share post:

হরিয়ানা বিধানসভা নির্বাচনের হাতে গোনা দিন বাকি। তা সত্ত্বেও দলের কোন্দল মেটাতে পারছে না রাজ্যের শাসকদল বিজেপি। প্রার্থীপদ না পেয়ে চোখের জলে ভাসছেন একের পর এক প্রাক্তন বিধায়ক। উল্টোদিকে বিনেশ ফোগাতকে প্রার্থী ও বজরং পুনিয়াকে কৃষক সংগঠনের নেতৃত্বে এনে পাশা পাল্টাতে চেষ্টা করছে কংগ্রেস। সেক্ষেত্রে অবশ্য আপের সঙ্গে আসন রফা নিয়ে জট কাটাতে বারবার ব্যর্থ হচ্ছে কংগ্রেস হাই কম্যান্ড।

বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের পরেই সামনে এসেছে পদত্যাগের হিড়িক৷ রাজ্য মন্ত্রিসভার সদস্য, হেভিওয়েট বিধায়ক থেকে বাহুবলী, দল ছেড়েছেন সব শ্রেণীর নেতারাই৷ এর মধ্যে আছেন বালকোর সিংয়ের মত প্রাক্তন বিধায়কও৷ বালকোর কংগ্রেসে যোগদান করবেন বলে বিজেপি সূত্রেই দাবি জানানো হয়েছে৷ তাঁর পদাঙ্ক অনুসরণ করে কংগ্রেসে যোগ দিতে পারেন অনেক বিক্ষুদ্ধ বিজেপি নেতাই৷

এই পরিস্থিতিতে যতটা সুখে থাকার কথা কংগ্রেসের, ততটা সুখ নেই হাত শিবিরে। আপের সঙ্গে আসন সফায় বাধা হয়ে দাঁড়িয়েছেন প্রবীন নেতা ভূপিন্দর সিং হুডা। নিজের পছন্দের আসনে আপকে প্রার্থী পদ ছাড়া হলে ভোটে কোনও দায়িত্ব পালন তিনি করবেন না এমন হুঁশিয়ারিও দিয়েছেন। হুডার মত কুমারী শৈলজাও নিজের অনুগামী নেতাদের বিধানসভা নির্বাচনের টিকিটের জন্য লাগাতার তদ্বির করছেন বলেই সূ্ত্রের দাবি৷

যদিও আপ শিবির আসন রফা নিয়ে আশাবাদী। রাঘব চাড্ডার মতো নেতারা লাগাতার বৈঠক চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে ভোট ব্যাঙ্কের একটা বড় অংশ হরিয়ানার কৃষকরা। শুক্রবার কুস্তিগীর বজরং পুনিয়া কংগ্রেসে যোগ দেওয়ার পরই তাঁকে অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে। কৃষকদের পাশে থেকে তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের প্রতিশ্রুতিও দিয়েছেন বজরং।

আরও পড়ুন- দিল্লির স্কুলে শিক্ষকের হাতে নিগৃহীত ১১ বছরের নাবালিকা, গ্রেফতার শিক্ষক

 

 

spot_img
spot_img

Related articles

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...