শিলিগুড়িতে ভূমিকম্প! আতঙ্কিত ডুয়ার্সবাসী 

কেঁপে উঠলো হিমালয়ের পাদদেশ। এবার ভূমিকম্প উত্তরবঙ্গে (Earthquake in North Bengal)। রিখটার স্কেল (Richter Scale) বলছে তীব্রতা ৪.৪। শুক্রবার সন্ধ্যায় বড়সড় ভূকম্পন অনুভূত হল গোটা ডুয়ার্স জুড়ে। জানা গিয়েছে, উৎপত্তিস্থল ভুটান (Bhutan)।

মেঘালয় এবং অসমের বহু জায়গা থেকে কম্পন অনুভূত হয়েছে বলে খবর মিলেছে। শিলিগুড়িতে যে ভূমিকম্প হয় তার তীব্রতা ছিল ৪.১। আতঙ্কিত পাহাড়বাসী। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।


Previous articleফের রেল দুর্ঘটনা, ভোররাতে লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেস!
Next article‘আসি’- সমাজমাধ্যমে এক শব্দের সুইসাইড বার্তা! কলকাতা পুলিশের তৎপরতায় প্রাণরক্ষা মহিলার